BRAKING NEWS

ট্রাফিক পুলিশের সাথে দুর্ব্যবহার,আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে ৷৷ ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করার দায়ে বটতলায় এক বাইক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তার নাম নবেন্দু পোদ্দার৷ বাড়ি রানিরবাজারের নলগড়িয়া এলাকায়৷ জানা যায়, ড্রাইভিং লাইসেন্স ছাড়া তিন যুবক একই বাইকে করে যাচ্ছিলো৷ কর্তব্যরত ট্রাফিক পুলিশ নাগেরজলায় তাকে আটক করে৷

প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় অভিযুক্তকে ২০০ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয় ট্রাফিক পুলিশ৷ জরিমানার টাকা দিয়ে বাইক নিয়ে চলে যাওয়ার সময় ট্রাফিক পুলিশকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে৷ তখনই ট্রাফিক পুলিশ তাদেরকে আটক করে থানায় খবর দেয়৷ পুলিশ খারাপ ব্যবহার করার দায়ে নবেন্দু পোদ্দারকে গ্রেপ্তার করেছে৷ অপর দু’জনকে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *