নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে ৷৷ তীব্র পানীয় জলের সঙ্কটে ভুগছেন গার্দাং এলাকার মানুজন৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত গার্দাং এলাকা মূলত জনজাতি অধ্যুষিত৷ দীর্ঘদিন ধরে তাঁরা বিশুদ্ধ পানীয় জলের সঙ্কটে ভুগছেন বলে জানিয়েছেন এলাকার ভুক্তভোগী জমগণ৷জানানো হয়েছে, এলাকায় প্রায় ৩০টি পরিবার বসবাস করেন৷
তাঁরা দীর্ঘদিন ধরে কুয়ার জল পান করে জীবন নির্বাহ করছেন৷ তাঁদের কাছে জানা গেছে, একই জায়গায় জল তাঁরা খাওয়া এবং নিত্যপ্রয়োজনীয় অন্যান্য কাজের জন্য ব্যবহার করেন৷ জানা গেছে, অপরিস্রুত জল খেয়ে ইতিপর্েূ বহু মানুষ রোগাক্রান্ত হয়েছেন৷ এর পরও বিশুদ্ধ জলের ব্যবস্থা না থাকার দরুন বাধ্য হয়ে সবাইকে এলাকার নদী নালা ও কুয়ার জল ব্যবহার করতে হচ্ছে৷গার্দাং এলাকায় পরিস্রুত তথা বিশুদ্ধ জলের ব্যবস্থা করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে এলাকার মানুষ বর্তমান রাজ্য সরকারের কাছে দাবি করেছেন৷