BRAKING NEWS

কদমতলায় ছড়ার জলে নবজাতকের মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি প্রতিনিধি ৭ মে৷৷ ত্রিপুরা বাংলাদেশ সীমান্তের উ:ত্রিপুরার কদমতলা থানাধীন পিয়ারিছড়া চা বাগানের ২১(একুশ)নং সেকশনের লাগোয়া এক পাহাড়ি ছড়া থেকে এক নবজাতকের পচাগলা লাশ উদ্ধারের ঘটনায় স্থানিয় জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ঘটনার পর স্থানিয় কদমতলা থানার পুলিশ তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কদমতলা হাসপাতালের মর্গে প্রেরণ করেছে৷ময়না তদন্তের রিপোর্ট হাতে আসালেই পুলিশ ঘটনাটি নিয়ে স্পষ্ট হবে৷

এলাকাবাসির ধারনা এটা কোনও অবৈধ পিতা মাতার কুকর্মের ফল হতে পারে৷সমাজে মুখ দেখানোর ভয়ে হয়তবা কোনও প্রেমিক যুগল তাদের নিজের ইজ্জত রাখতে গিয়ে পৃথিবীর আলো বাতাস দেখার আগেই এক নিষ্পাপ ফুটফুটে শিশুকে অবৈধ উপায়ে গর্ভপাত করিয়ে প্রাণে মেরে পাহাড়ি ছড়ায় ফেলে দিয়েছে৷জানা গেছে মঙ্গলবার সকাল বেলা পিয়ারিছড়া চা বাগানে কাজে যাওয়া জনাকয় শ্রমিকদের নজরে পড়ে স্থানিয় ছড়ার মধ্যে এক নব জাতকের পচাগলা মৃতদেহ৷পরে তারা আশপাশ জনগন পিয়ারীছড়া চা বাগান কর্তৃপক্ষ সহ পুলিশে খবর দেন৷প্রত্যক্ষদর্শিরা জানান মৃতদেহটি এক নবজাত শিশু পুত্রের৷বয়ষ হবে অনুমানিক ২/৩ দিনের মধ্যে৷তাকে কেউ বা কারা এখানে ফেলে গা ঢাকা দিয়েছে৷এদিকে ময়না তদন্তের পর আজই বিকাল তিনটা নাগাদ মৃতদেহ নিজ হেফাজতে রেখে অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করে কদমতলা থানার পুলিশ৷এ ঘটনায় এলাকার বিভিন্ন মহলে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *