BRAKING NEWS

চৌকিদার মামলা : সুপ্রিম কোর্টে নয়া হলফনামা জমা দিলেন রাহুল, নিঃশর্ত ক্ষমা চাইলেন কংগ্রেস সভাপতি

নয়াদিল্লি, ৮ মে (হি.স.): ‘চৌকিদার চোর হ্যায়’ মন্তব্যের সঙ্গে সুপ্রিম কোর্টের রায় জুড়ে ফেলেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী|তার জন্য ক্ষমা চেয়ে সুপ্রিম কোর্টে নতুন হলফনামা জমা দিলেন রাহুল গান্ধী| বুধবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন রাহুল গান্ধী| প্রতিরক্ষা মন্ত্রক থেকে ফাঁস হয়ে যাওয়া নথিপত্রের ভিত্তিতে রাফাল মামলা লড়া যাবে বলে জানিয়েছিল শীর্ষ আদালত| তারপর প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে বিতর্কে জড়িয়ে পড়েন রাহুল| সুপ্রিম কোর্টও নরেন্দ্র মোদীকে চোর বলেছে বলে মন্তব্য করে বসেন সোনিয়া পুত্র|

যা নিয়ে রাহুলের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি| বিষয়টি নিয়ে ব্যাখা চাইলে শীর্ষ আদালতে ২২ পাতার হলফনামা জমা দেন রাহুল| তিনি জানান,নির্বাচনী প্রচারের মধ্যে আমার করা মন্তব্য মিলেমিশে গিয়েছে, যা আমি একেবারেই বলতে চাইনি| কিন্তু, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, ২২ পাতা জুড়ে দুঃখপ্রকাশ তো হল, কিন্তু ক্ষমা কোথায় চাওয়া হল? এরপরই কংগ্রেস সভাপতি তরফে নতুন করে হলফনামা জমা দেওয়া হবে বলে জানান রাহুলের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি| অবশেষে বুধবার সুপ্রিম কোর্টে নতুন করে হলফনামা জমা দিয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন রাহুল| এদিন শীর্ষ আদালতে ৩ পাতার হলফনামা জমা দিয়েছেন কংগ্রেস সভাপতি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *