লাহোর, ৮ মে (হি.স.): রমজান মাসের শুরুতেই সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হল পাকিস্তানের পঞ্জাব প্রদেশের লাহোর| বুধবার সকালে লাহোরের প্রচীণ ঐতিহ্যবাহী দরগা সুফি দরগা দাতা দরবারের বাইরে জোরালো বিস্ফোরণ হয়| শক্তিশালী বিস্ফোরণে এখনও পর্যন্ত ৫ জন পুলিশ কর্মী-সহ ১০ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও জখম ও আহতের সংখ্যা ২৫-এরও বেশি| তাঁদের মধ্যে বহু মানুষের শারীরিক অবস্থায় অত্যন্ত আশঙ্কাজনক| ডিআইজি অপারেশন (লাহোর) আশফাক আহমেদ খান জানিয়েছেন, দাতা দরবারের বাইরে জোরালো বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ৫ জন পুলিশ কর্মী| এছাড়াও মৃত্যু হয়েছে একজন সিকিউরিটি গার্ড-সহ ৫ জন সাধারণ নাগরিকেরও| জখম ও আহতের সংখ্যা প্রায় ২৫|
ডিআইজি আশফাক আরও জানিয়েছেন, বুধবার সকাল ৮.৪৫ মিনিট নাগাদ দাতা দরবারের ২ নম্বর প্রবেশদ্বারের বাইরে জোরালো বিস্ফোরণ হয়| ওই স্থানেই নিরাপত্তার জন্য মোতায়েন ছিলেন পুলিশ কর্মীরা| বিস্ফোরণের পরই দাতা দরবারের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে| কি কারণে বিস্ফোরণ, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ| প্রাথমিকভাবে পুলিশ কর্তাদের অনুমান, পঞ্জাব পুলিশের এলিট ফোর্সের একটি গাড়িকে নিশানা করা হয়েছিল| বিস্ফোরণের জন্য ৭ কেজি ওজনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে| পঞ্জাব পুলিশের মুখপাত্র নায়াব হায়দার জানিয়েছেন, ‘দক্ষিণ-এশিয়ার অন্যতম বৃহত্ দরগা দাতা দরবারের বাইরে বিস্ফোরণ হয়েছে|’ স্থানীয় পুলিশ আধিকারিক মহম্মদ কাশিম জানিয়েছেন, পুলিশ কর্মীদের গাড়িকে টার্গেট করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে| পঞ্জাব ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) আরিফ নওয়াজ জানিয়েছেন, বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন এলিট ফোর্সের ৫ জন জওয়ান| এছাড়াও একজন সিকিউরিটি গার্ড-সহ পাঁচজন সাধারণ নাগরিকের মৃতু্য হয়েছে| এসপি (শহর) ডিভিশন সৈয়দ জি শাহ জানিয়েছেন, জখম ও আহত ২৫ জনের মধ্যে ৮ জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| জখমদের মায়ো হাসপাতালে ভর্তি করা হয়েছে| ইতিমধ্যেই হাসপাতালে পেঁৗছেছেন পঞ্জাবের স্বাস্থ্য সচিব সাকিব জাফার| হাসপাতালগুলিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে| ডিআইজি অপারেশন (লাহোর) আশফাক আহমেদ খান জানিয়েছেন, ঐতিহ্যবাহী দরগার বাইরে আত্মঘাতী বিস্ফোরণে শহিদ পুলিশ কর্মীদের নাম হল-হেড কনস্টেবল শাহিদ নাজির, হেড কনস্টেবল মুহাম্মদ সোহেল এবং কনস্টেবল মুহাম্মদ সালেম| পঞ্জাব পুলিশের মুখপাত্র নায়াব হায়দার জানিয়েছেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে আত্মঘাতী বিস্ফোরণ| এলিট ফোর্সের গাড়িকেই টার্গেট করা হয়েছিল|’
ভয়াবহ এই হামলার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি এবং প্রধানমন্ত্রী ইমরান খান| এছাড়াও পঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদারও কড়া ভাষায় হামলার নিন্দা করেছেন| এই বিস্ফোরণের তীব্র নিন্দা করে যত দ্রুত সম্ভব রিপোর্ট তলব করেছেন প্রধানমন্ত্রী| পাশাপাশি আহতদের চিকিত্সার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি| পবিত্র রমজান মাসে এই হামলার তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি| এই হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী| পাশাপাশি পঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) এবং অতিরিক্ত মুখ্য সচিব (আভ্যন্তরীণ)-এর কাছে যত দ্রুত সম্ভব রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী|