নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ চিটফান্ড সংক্রান্ত বিভিন্ন মামলাগুলি বিচারের জন্য রাজ্যের আরও তিনটি আদালত গঠন করা হয়েছে৷ তিন জেলায় তিনটি আদালত হচ্ছে৷ এই আদালতগুলি হচ্ছে সিপাহীজলা জেলার সোনামুড়া জেলা ও দায়রা আদালত, খোয়াই জেলার জেলা ও দায়রা আদালত এবং আমবসায় ধলাই জেলা ও দায়রা আদালত৷
রাজ্য সরকারের আইন দপ্তরের তরফ থেকে গত ২ মে এফ.২ (৫) -ল/ইএসটিটি.২/ ২০১০(পার্ট)/ ৩৮৬৭-৯১২ বিজ্ঞপ্তি মূলে এই আদালত গঠনের বিষয়টি জানানো হয়েছে৷ এই আদালত গঠন করা হয়েছে মূলত দ্য ত্রিপুরা প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ ডিপোজিটরস (ইন ফিনান্সিয়াল এস্টাব্লিশমেন্ট) অ্যাক্ট-২০০০ মূলে৷ এই আদালত গঠন করা হলে চিটফান্ড সংক্রান্ত যাবতীয় মামলাগুলির বিচার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে৷ সেই সাথে সংশ্লিষ্ট জেলার মামলাকারীদেরও অনেকটা সুযোগ সুবিধা মিলবে মামলার দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রেও এই আদালত গঠন উপকারীই হবে বলে দাবি তথ্যাভিজ্ঞ মহলের৷
প্রসঙ্গত, চিটফান্ড সংক্রান্ত বিভিন্ন মামলার তদন্ত প্রক্রিয়া চলছে৷ কিছু মামলা সিবিআইয়ের হাতে রয়েছে৷ যদিও সিবিআই ওই মামলাগুলি নিয়ে ইদানিংকালে তেমন কোন তৎপরতা দেখাচ্ছে না৷ ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে সিবিআই রাজ্যে চিটফান্ড তদন্তে এসেছিল৷ তখন বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছিল৷