BRAKING NEWS

ভিভিপ্যাট মামলায় মুখ পুড়ল বিরোধীদের, পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৭ মে (হি.স.): ভিভিপ্যাট মামলায় সুপ্রিম কোর্টে মুখ পুড়ল বিরোধীরা| ২০১৯ সাধারণ নির্বাচনের ভোটগণনার সময় ৫ থেকে ৫০ শতাংশ ইভিএম মেশিনের সঙ্গে ভিভিপ্যাট (ভেরিফায়েড পেপাপ অডিট ট্রেল) স্লিপ পরীক্ষা করে দেখার জন্য শীর্ষ আদালতে পুনর্বিবেচনার আর্জি করেছিল ২১টি বিরোধী রাজনৈতিক দল| মঙ্গলবার বিরোধী রজনৈতিক দলগুলির পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট| অর্থাত্, ভিভিপ্যাট নিয়ে পুরনো রায়ই বহাল থাকল| এদিন সকালে শুনানির সময় শীর্ষ আদালতে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু, আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং, সিপিআই সাংসদ ডি রাজা, ন্যাশনাল কনফারেন্স চেয়ারম্যান ফারুক আবদুল্লা-সহ অন্যান্য বিরোধী নেতারা| মামলার শুনানি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিরোধী রাজনৈতিক দলগুলির আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত|

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, পূর্ববর্তী নির্দেশ পর‌্যালোচনা করার কোনও প্রয়োজন মনে করছে না আদালত|এই রায়ের পর কংগ্রেস নেতা ও আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছেন, পিটিশনাররা এই রায়কে সম্মান জানাচ্ছে|তিনি বলেন, ইভিএম -এর ৫ থেকে ৫০ শতাংশ ক্ষেত্রে ভিভিপ্যাট-এর পরীক্ষা হোক| এই মামলার শুনানিতে নির্বাচন কমিশন জানিয়েছিল, বিরোধীদের দাবি মতো প্রতিটি বিধানসভার ৫০ শতাংশ ভিভিপ্যাট গোনা হলে, ফলপ্রকাশে অন্তত পাঁচ দিন বেশি দেরি হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *