মুজাফফরপুর (বিহার), ৭ মে (হি.স.): লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ চলাকালীন, সোমবার বিহারের মুজাফফরপুরের একটি ভোটগ্রহণ কেন্দ্রের কাছে একটি হোটেল থেকে উদ্ধার করা হয় দু’টি ইভিএম এবং দু’টি ভিভিপ্যাট মেশিন| কীভাবে ইভিএম ও ভিভিপ্যাট ওই হোটেল পেঁৗছলে, তা নিয়ে শুরু হয়েছে কানাঘুষো| এ প্রসঙ্গে মুজাফফরপুরের জেলাশাসক অলোক রঞ্জন ঘোষ জানিয়েছেন, ‘ভোটগ্রহণের সময় কোনও যন্ত্র বিকল হয়ে পড়লে সেগুলি বদলে দেওয়ার জন্য সেক্টর অফিসারের কাছে চারটি ইভিএম, দু’টি ভিভিপ্যাট এবং একটি কন্ট্রোল ইউনিট দিয়ে রাখা হয়েছিল| দু’টি ইভিএম বিকল হয়ে যাওয়ায় উনি সেগুলি বদলেও দিয়েছিলেন| তারপর তাঁর গাড়িতে রাখা ছিল আরও দু’টি ইভিএম ব্যালোটিং ইউনিট, দু’টি ভিভিপ্যাট এবং একটি কন্ট্রোল ইউনিট|’ জেলাশাসক আরও জানিয়েছেন, ‘নিয়মের বিরুদ্ধে গিয়ে গাড়ি থেকে নামিয়ে ওই যন্ত্রগুলি হোটেলের রুমে রাখা উচিত হয়নি তাঁর| তিনি যেহেতু নিয়ম ভঙ্গ করেছেন, তাই বিভাগীয় তদন্ত শুরু হবে|’
জেলা প্রশাসন সূত্রের খবর, মুজাফফরপুরের কোনও একটি ৱুথের ইভিএম অথবা ভিভিপ্যাট মেশিন হঠাত্ই বিকল হয়ে যায়, এর ফলে ভোটগ্রহণের কাজে ব্যাঘাত না ঘটে সেই জন্য চারটি ইভিএম ও দু’টি ভিভিপ্যাট যন্ত্র রাখা হয়েছিল সেক্টরের ম্যাজিস্ট্রেট অবধেশ কুমারের হেফাজতে| তিনি ৱুথ থেকে বেরিয়ে আসার সময় তাঁর গাড়ির চালক বলেন, তাঁকে ভোট দিতে যেতে হবে| ফলে, ইভিএম ও ভিভিপ্যাট যন্ত্রগুলিকে নিয়ে অবধেশ কুমারকে একটি হোটেলে উঠতে হয়|সেখানেই তিনি রুমে রাখেন ইভিএম, ভিভিপ্যাট ও কন্ট্রোল ইউনিটগুলি| খবর পাওয়া পর মুজাফফরপুরের ওই হোটেলে যান সাব-ডিভিশনাল অফিসার কুন্দন কুমার| তিনিই ইভিএম ও ভিভিপ্যাট যন্ত্রগুলি উদ্ধার করেন|