নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মে৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, কংগ্রেস নেতা প্রয়াত রাজীব গান্ধীর নামে কুৎসিত মন্তব্য করছেন৷ এই অভিযোগে আজ সন্ধ্যায় আগরতলায় এক বিক্ষোভ মিছিল ও মোদীর কুশপুতুল দাহ করলো সদর জেলা কংগ্রেস কমিটি৷ এদিন সন্ধ্যায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিকের নেতৃত্বে পালিত হয়েছে এই কর্মসূচি৷ মিছিলে বহু কংগ্রেস কর্মী অংশগ্রহণ করেছেন৷
আগরতলার পোস্ট অফিস চৌমুহনিতে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আবার কংগ্রেস ভবনের সামনে এসে মিছিল শেষ হয়৷ সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়৷ মিছিলের শুরুতে সুবল ভৌমিক অভিযোগ করে বলেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোঝে গেছেন, এবার পরিবর্তনের ঝড়ে তাঁর হার নিশ্চিত, তাই তিনি প্রধানমন্ত্রীর মতো মর্যাদাপূর্ণ পদে থেকেও পদের মর্যাদা ভুলে রাজীব গান্ধীর মতো একজন বড়মানের রাজনৈতিক নেতার নামে অশালীন মন্তব্য করছেন৷ কংগ্রেস দল মোদীর এই মন্তব্যের তীব্র নিন্দা ও বিরোধিতা করে৷