BRAKING NEWS

ঘূর্ণিঝড় নিয়েও রাজনীতি করেছেন স্পিডব্রেকার দিদি, তমলুকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর

তমলুক (পূর্ব মেদিনীপুর), ৬ মে (হি.স.): গত শুক্রবার পুরীর কাছে ওডিশা উপকূলে আছড়ে পড়েছিল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’| ওডিশায় তাণ্ডব চালানোর পর পশ্চিমবঙ্গেও আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ‘ফণী’| পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর পরিস্থিতির বিষয়ে খোঁজ খবর নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার জন্য ফোন করেছিলেন প্রধানমন্ত্রী| একাধিকবার ফোন করা সত্ত্বেও, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেননি মমতা| পরে ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী|

মমতার এই ‘ঔদ্ধত্যপূর্ণ’ আচরণের প্রেক্ষিতে রুষ্ট হয়েছেন প্রধানমন্ত্রী| আর তাই সোমবার পূর্ব মেদিনীপুরের তমলুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘ঘূর্ণিঝড় নিয়েও রাজনীতি করেছেন স্পিডব্রেকার দিদি| ফণী-র দুর্যোগ নিয়ে আমি চিন্তিত ছিলাম| মমতা দিদি-র সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তাঁর ঔদ্ধত্য এতটাই যে আমার সঙ্গে কথা বলেননি| আমি আরও একবার চেষ্টা করেছিলাম, তখনও তিনি কথা বলেননি|’


তমলুকের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘দিদি এখন এতটাই হতাশ যে, তিনি এখন ঈশ্বরের কথা বলতে অথবা শুনতেও চাইছেন না| পরিস্থিতি এই পর্যায়ে পেঁৗছে গিয়েছে যে, ‘জয় শ্রীরাম’ বললেই দিদি এখন তাঁদের গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দিচ্ছেন|’ প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ছাড়াও এদিন পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ডের চাইবাসাতেও নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *