নয়াদিল্লি, ৬ মে (হি.স.): গান্ধীনগরের বিধায়ক অনিল বাজপেয়ীর পর এবার আম আদমি পার্টি (আপ)-র বিদ্রোহী বিধায়ক দেবিন্দর সিং শেরাওয়াত| গত শুক্রবার ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিয়েছিলেন গান্ধীনগরের আপ বিধায়ক অনিল বাজপেয়ী| আর সোমবার কেজরিওয়ালের দলের সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিলেন ‘বিদ্রোহী’ আপ বিধায়ক দেবিন্দর সিং শেরাওয়াত| এদিন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল-সহ প্রবীণ বিজেপি নেতাদের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন আপ বিধায়ক দেবিন্দর সিং শেরাওয়াত|
আপ-এর সঙ্গ ত্যাগ করে বিজেপিতে যোগদান প্রসঙ্গে দেবিন্দর জানিয়েছেন, আম আদমি পার্টিতে তিনি উপেক্ষিত ও কোণঠাসা হয়ে পড়েছিলেন| এছাড়াও দলের কোনও অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হত না| এই সমস্ত কারণে কেজরিওয়ালের দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন দেবিন্দর| উল্লেখ্য, কিছুদিন আগেই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং অন্যান্য আপ নেতারা| মণীশ সিসোদিয়া দাবি করেছিলেন, বিজেপিতে যোগ দেওয়ার জন্য সাতজন আপ বিধায়ককে ১০ কোটি টাকার লোভ দেখাচ্ছে বিজেপি| মণীশ সিসোদিয়ার এই বক্তব্যের কয়েকদিনের মধ্যেই আপ ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন অনিল বাজপেয়ী ও দেবিন্দর সিং শেরাওয়াত|