ঢাকা, ৪ মে (হি. স.) : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যেকার সম্পর্ক ঐতিহাসিকভাবে উষ্ণতম। পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার লন্ডনে বলেন, সাম্প্রতিক ভারত সফরের সময় সে দেশের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাদের সঙ্গে তার যে বৈঠক হয়েছে তাতে তারা বাংলাদেশের সঙ্গে সব ব্যাপারে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন।
আবদুল মোমেন বলেন, \”দু’দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতৃত্বের যে পরিপক্কতা তা পৃথিবীর খুব কম প্রতিবেশী দেশের মধ্যে আছে।\” তাহলে কেন এখনও তিস্তা নদীর জলবণ্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি হতে পারছে না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি আশা করেন যে ভারতের নির্বাচনের পর তিস্তাসহ অমীমাংসিত বিষয়গুলির সমাধান হয়ে যাবে। মায়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী সমস্যা নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, \”এ বিষয় নিয়ে ভারতের সঙ্গে আমাদের কথা হয়েছে। ভারত আমাদেরও বন্ধু, মায়ানমারেরও বন্ধু। রোহিঙ্গারা যেন তাদের দেশে ফেরত যেতে পারে সে জন্য যা করা দরকার ভারত করবে বলে আমাদের আশ্বাস দিয়েছে।\” চিন বাংলাদেশে কিছু অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী কিন্তু ভারতের তা নিয়ে আপত্তি আছে – এমন অবস্থায় কীভাবে দু’দেশের মধ্যে সম্পর্কের ভারসাম্য রক্ষিত হতে পারে – এ প্রশ্ন করা হলে আবদুল মোমেন বলেন, \”চিন ও ভারতের দ্বন্দ্ব বাংলাদেশের কাছে বিবেচ্য বিষয় নয়।\” তাঁর ভাষায়, \”বাংলাদেশ তার নিজের জাতীয় স্বার্থ বিবেচনা করেই এ ধরণের প্রকল্পের ব্যাপারে সিদ্ধান্ত নেয়।