নিজস্ব প্রতিনিধি, জলেফা, ৩ মে৷৷ শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হলেন জামাই৷ নিখোঁজ হওয়ার ঘটনাটি ঘটেছে আগরতলার মহেশখলা এলাকায়৷ নিখোঁজ ব্যক্তির নাম লিটন দাস৷ স্ত্রীকে নিয়ে লিটন শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন দুদিন আগে৷ শুক্রবার সকাল শ্বশুর বাড়ি থেকে খবর পাঠানো হয় যে লিটনকে খঁুজে পাওয়া যাচ্ছে না৷
লিটনের বাড়ি সাব্রুমে৷ লিটন নিখোঁজ হওয়ার খবর পেয়ে পরিবারের লোকজন আগরতলায় মহেশখলায় ছুটে আসেন৷ বিভিন্ন জায়গায় খোঁজ খবর করা হচ্ছে৷ তাঁর কোন হদিশ পাওয়া যায়নি খবর লেখা পর্যন্ত৷ লিটনের পরিবারের অভিযোগ লিটন নিখোঁজ হওয়ার পেছনে শ্বশুর বাড়ির লোকজনের হাত থাকতে পারে৷ কারণ, লিটনের স্ত্রীর চরিত্র ততটা ভাল নয়৷ পরকীয়া রয়েছে বলে সন্দেহ করছেন লিটনের পরিবারের লোকজন৷ আশঙ্কা করা হচ্ছে এই পরকীয়ার যোগসূত্র থাকতে পারে লিটনের নিখোঁজ হওয়ার পেছনে৷