BRAKING NEWS

নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়ার নাম করে টাকা হাতিয়ে প্রতারণা, গ্রেপ্তার মুল অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩ মে৷৷ ঘটনার বিবরনে জানা গেছে কুমারঘাটের হিরালাল দেবনাথ নামে এক ব্যাক্তি এলাকারই পিন্টু দেবনাথের মেয়ের পি আর টি সি করে দেবার কথা বলে প্রথমে ৫০০০ টাকা দাবি করে কথামতো হিরাকে টাকাও দেয় পিন্টু এবং তার স্ত্রী৷কিন্তু তবুও পি আর টিসি করে দেয়নি হীরালাল৷পরবর্তী সময়ে পিন্টুর কাছ থেকে আরও ২০০০ টাকা দাবী করে হিরা৷কিন্তু আর টাকা না দিতে পারায় হিরা তার নিজের স্ত্রীকে দিয়ে পিন্টু ধর্ষন করেছে বলে মিথ্যে মামলায় ফাসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন পিন্টুর স্ত্রী পূর্নিমা দত্ত৷অন্যদিকে মামলা পেয়ে কুমারঘাট থানার পুলিশ পিন্টুকে গ্রেপ্তার করে৷এর পর এলাকাবাসীর চাপে পড়ে হিরালালের স্ত্রী অঞ্জলী দেবনাথ স্বীকার করে যে তাকে পিন্টু কিছুই করেনি স্বামীর টাকা না দেওয়াতে তাকে ফাসিয়েছে অঞ্জলী৷

এমনিতেই হীরালাল কুমারঘাটে বহু মানুষের কাছ থেকে পি আরটিসি করার নাম করে অনেক অর্থ হাতিয়েছে বলে অভিযোগ৷অন্যদিকে এদিন হীরার নামে আরও অভিযোগ উঠে এল যা করলেন বিনা দোষে গ্রেপ্তার হওয়া পিন্টু দত্তের স্ত্রী৷উনার অভিযোগ হীরা লাল পূর্নিমা দেবীকে কুপ্রস্তাব দেয় গত দু-তিন দিন আগে তখন তিনি এই ঘটনা তার স্বামী পিন্টু দত্তকে জানান৷ অপরদিকে ঘটনা পুরোটাই অস্বিকার করে প্রতারক হীরা লাল দেবনাথ৷তবে পি আর টিসি করার নামে মোটা অঙ্কের টাকা চাওয়ার বিষয় এক প্রকার স্বীকার করেই নিলেন হীরা লাল৷ এখন দেখার পুলিশ হিরার বিরুদ্ধে কি ব্যাবস্থা গ্রহন করে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *