BRAKING NEWS

ফনী : রাজ্যেও হালকা বৃষ্টিপাত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে ৷৷ প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ফনীর প্রভাবে উড়িষা, পশ্চিমবঙ্গ সহ উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষতি হলেও ত্রিপুরায় এর তেমন বড় ধরনের কোন প্রভাব পড়ছে না৷ ত্রিপুরা থেকে ৩৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে ফনী৷

ফনীর প্রভাবে ত্রিপুরায় বড় ধরনের কোন প্রভাব পড়ার আশঙ্কা নেই৷ তবে, যেহেতু পার্শ্ববর্তী এলাকায় এর প্রভাব আছড়ে পড়েছে সেহেতু ত্রিপুরায় কিংয়দাংশে এর প্রভাব বইয়ে যাবার সম্ভাবনা রয়েছে৷ সিপাহীজলা জেলা ও দক্ষিণ জেলায় ফনীর আংশিক প্রভাব পড়তে পারে৷ ফনীর তাণ্ডবের আশঙ্কায় কলকাতা বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে৷ আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন ফনীর প্রভাবে ত্রিপুরায় ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ তবে, সাইক্লোনের কোন আগাম সতর্কবার্তা নেই৷ জনগণকে আতঙ্কিত না হতে আবহাওয়া দপ্তর পরামর্শ দিয়েছে৷ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ফনীর প্রভাবে শুক্রবার সকাল থেকেই রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে৷ কখনও কালো মেঘে আকাশ ঢেকে যাচ্ছে৷ আবার কখনো সূর্য দেবতা ঝিলিমিলি দিয়ে উঠছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *