BRAKING NEWS

কুমারঘাটে রেললাইনে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৩ মে৷৷শুক্রবার সাত সকালে উনকোটি জেলার কুমারঘাট থানাধীন বাঁশবাগান স্থিত রেলওয়ে ওভার ব্রিজের কাছে এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তিকে আহত অচৈতন্য অবস্থায় রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা৷ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা কুমারঘাট থানায় খবর দিলে ছুটে যায় পুলিশ এবং থানা মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা৷দমকল কর্মীরা প্রথমে আহত ব্যাক্তিকে কুমারঘাট হাসপাতালে নিয়ে যায়৷এবিষয়ে কুমারঘাট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মার্গারেট দেববর্মা জানান আহত ব্যাক্তিকে সকাল ৬,৩০ নাগাদ হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢোলে পরেন ঐ ব্যাক্তি৷তবে মৃত্যুর কারন নিয়ে স্পষ্ট কিছু বলা সম্ভব হচ্ছেনা৷


অন্যদিকে খবর দেওয়া হয় ধর্মনগর জিআর পিকে৷ছুটে আসে ধর্মনগর রেল পুলিশ৷এবিষয়ে ধর্মনগর রেল পুলিশ আধিকারিক জানান ঐ ব্যাক্তির মৃত্যুর কারন এখনো জানা যায়নি বা অজ্ঞাত পরিচয় এই ব্যাক্তির পরিচয় জানাও সম্ভব হয়নি৷এবিষয়ে স্থানীয়রা জানিয়েছেন সকালে হটাৎই তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনা প্রত্যক্ষ করেন তবে কিভাবে এই ঘটনা তা নিয়ে তারাও কিছু বলতে পারছেননা৷
তবে পুলিশের ধারনা হয়তো রেল থেকে ছিটকে পড়েই এই ঘটনা ঘটেছে৷তবে ময়না তদন্তের রিপোর্ট আসার আগে পর্যন্ত নিশ্চিত কিছু বলতে পারছেনা পুলিশ৷মৃত ব্যাক্তির বয়স আনুমানিক ৩০ বছর বলে পুলিশ সূত্রে জানা গেছে৷তবে মৃতের নাম বা পরিচয় কোন কিছুই এখনো পর্যন্ত জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ৷


ঘটনার তদন্ত শুরু করেছে ধর্মনগর রেল পুলিশ৷আদৌ কি রেল থেকে পরে এই ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোন রহস্য তা হয়তো বেড়িয়ে আসবে পুলিশি তদন্তে৷ঘটনায় কুমারঘাট এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *