নয়াদিল্লি ও কলকাতা, ২ মে (হি.স.): ভোটের বাজারে খানিকটা স্বস্তি পেল আমজনতা। বৃহস্পতিবার সামান্য দাম কমল পেট্রোলের, পাশাপাশি নিন্মমুখী ডিজেলের দামও। মধ্যরাত থেকে কার্যকর হয়েছে নতুন মূল্য। বৃহস্পতিবার নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে যথাক্রমে, ০.০৬ পয়সা, ০.০৭ পয়সা, ০.০৬ পয়সা এবং ০.০৬ পয়সা করে কমেছে পেট্রোলের দাম| পাশাপাশি দিল্লি-সহ চারটি মেট্রো সিটিতে ডিজেলের দাম কমেছে যথাক্রমে, ০.০৫ পয়সা (দিল্লি), ০.০৬ পয়সা (কলকাতা), ০.০৬ পয়সা (মুম্বই) এবং ০.০৫ পয়সা (চেন্নাই)|
নতুন মূল্য অনুযায়ী, কলকাতায় ১ লিটার পেট্রোলের দাম ৭৫.০৮ টাকা| দিল্লিতে পেট্রোলের নতুন দাম লিটার পিছু ৭৩ টাকা ০৭ পয়সা, মুম্বইতে পেট্রোলের নতুন দাম ৭৮ টাকা ৬৪ পয়সা| পাশাপাশি চেন্নাইতে পেট্রোলের নতুন মূল্য হল ৭৫ টাকা ৮৪ পয়সা| এছাড়াও কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ে ডিজেলের দাম যথাক্রমে, ৬৮.৩৯ টাকা (কলকাতা), ৬৬.৬৬ টাকা (দিল্লি), ৬৯.৭৭ টাকা (মুম্বই) এবং ৭০.৩৯ টাকা (চেন্নাই)| পেট্রোল ও ডিজেলের মূল্য নিম্নমুখী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।