রায়পুর ও গড়চিরৌলি, ২ মে (হি.স.): ফের মাওবাদী হামলা| ছত্তিশগড় সংলগ্ন, মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলার পর এবার ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমা জেলা| বুধবার রাতে সুকমা জেলার কিস্তারাম এলাকায় দু’জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করল মাওবাদীরা| এখানেই শেষ নয়, বিহারের গয়া জেলায় রাস্তা নির্মাণ কাজে যুক্ত দু’টি জেসিবি ক্রেন পুড়িয়ে দিয়েছে মাওবাদীরা| গয়া জেলার বরাচট্টি এলাকার ঘটনা| সবমিলিয়ে গত ২৪ ঘন্টায় দেশের তিনটি রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠল মাওবাদীরা|
ছত্তিশগড় পুলিশের পদস্থ এক কর্তা জানিয়েছেন, বুধবার রাতে সুকমা জেলার কিস্তারাম এলাকায় নিরীহ দু’জন গ্রামবাসীকে হত্যা করে মাওবাদীরা| পুলিশের মদতদাতা সন্দেহেই হত্যা করা হয়েছে দু’জন গ্রামবাসীকে| নিহত গ্রামবাসীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| অন্যদিকে, বুধবার রাতে অথবা বৃহস্পতিবার ভোররাতে বিহারের গয়া জেলায় হামলা চালায় মাওবাদীরা| গয়া জেলার বরাচট্টি এলাকায় রাস্তা নির্মাণের কাজে ব্যবহৃত দু’টি ক্রেন জ্বালিয়ে দেয় মাওবাদীদের একটি দল| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
১ মে, বুধবার ছিল মহারাষ্ট্র দিবস| মহারাষ্ট্রের প্রতিষ্ঠা দিবসে গড়চিরৌলিতে মাওবাদীদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর ১৫ জন জওয়ান-সহ ১৬ জন| বুধবার দুপুর ১২.৩০ মিনিট নাগাদ আইইডি বিস্ফোরণে উড়ে যায় পুলিশের একটি গাড়ি| শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়| চালক ছাড়াও ওই প্রাণ হারান সি-৬০ কুইক রেসপন্স টিম-এর ১৫ জন সদস্য| মাওবাদী পর থেকেই কুরখেড়া জঙ্গল ও সংলগ্ন এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী| বৃহস্পতিবার সকালে ল্যান্ডমাইন বিস্ফোরণস্থলে যান ডিজিপি, আইজি, এসপি গড়চিরৌলি, কালেক্টর গড়চিরৌলি এবং অ্যান্টি-নকশাল অপারেশন-এর পদস্থ অফিসাররা| এদিনই বিস্ফোরণস্থলে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হংসরাজ আহির-এর|