রায়বরেলি, ১ মে (হি. স.) : \”শুধু নির্বাচনে জেতাই উদ্দেশ্য নয়, উত্তর প্রদেশে বিজেপির কিছু ভোট কাটার জন্যও কংগ্রেস কয়েকজন প্রার্থীকে দাঁড় করিয়েছে\”, রায়বরেলিতে নির্বাচনী প্রচারে এসে বুধবার এমন মন্তব্যই করলেন পূর্ব উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী বঢরা। এদিন প্রচারের ফাঁকে রায়বরেলির বহরমপুরে একটি মন্দিরে পুজোও দিয়েছেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি বলেন, \”কেউ শুধু জেতার জন্যই রাজনীতি করেন না।\” উত্তর প্রদেশে নির্বাচনে কংগ্রেসের জয় সম্পর্কে জানতে চাইলে প্রিয়াংকা গান্ধী বঢরা বলেন, \”যেখানে আমাদের শক্তিশালী প্রার্থী রয়েছে সেখানে আমার কৌশল খুব পরিষ্কার। যেখানে প্রার্থীরা একটু কম শক্তিশালী, সেখানে বিজেপির বেশ কিছু ভোট কাটবে।\” রায়বরেলির বাঘোলায় এদিন তিনি দলের সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেন। পূর্ব উত্তর প্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক এদিন বলেছেন, \”উত্তর প্রদেশে এবার বিজেপির অবস্থা খারাপ হবে। ওরা বাজেভাবে হেরে যাবে। যে সমস্ত কেন্দ্রে কংগ্রেসের শক্তিশালী প্রার্থী রয়েছেন তাঁরা কঠোর লড়াই করছেন। কংগ্রেস সেখানে জিতবে। আর যেখানে আমাদের প্রার্থীরা একটু কম শক্তিশালী সেখানে আমরা এমন প্রার্থী দিয়েছি যারা বিজেপির ভোট কাটবেন।