BRAKING NEWS

বিমানবন্দরে গ্রেপ্তার সৈকত , কৈলাসহরে পুলিশ কনস্টেবল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল৷৷ মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে জড়িয়ে কুৎসা রটানোর জন্য এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ রবিবার এনসিসি থানার পুলিশ ও সদর এসডিপিও আগরতলায় মহারাজা বীর বিক্রম মাণিক্য বিমান বন্দর থেকে সৈকত তলাপাত্র নামে এক যুবককে গ্রেপ্তার করেছে৷
প্রসঙ্গত, নিজের ফেইসবুক একাউন্ট থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তাঁর স্ত্রী নীতি দেবকে নিয়ে কুৎসা প্রচার করেছিল সৈকত৷ অনুপম পাল নামে এক যুবকও একইভাবে মুখ্যমন্ত্রী জড়িয়ে কুৎসা রটিয়েছে৷

এই ঘটনায় পশ্চিম আগরতলা থানায় উভয়ের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়েছে৷
ত্রিপুরা পুলিশের সাইবার ক্রাইম শাখা মামলাটির তদন্ত হাতে নিয়ে অনুপম পাল এবং সৈকত তলাপাত্রের খোঁজ শুরু করে৷ রবিবার গোপন সূত্রে পুলিশে খবর আসে সৈকত তলাপাত্র আজ রাতে বিমানে রাজ্যের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে৷ সে মোতাবেক এনসিসি থানার পুলিশ এবং সদর এসডিপিও যৌথ অভিযানে বিমানে বোর্ডিংয়ের সময় তাকে আটক করে৷ পুলিশ সৈকত তলাপাত্রকে আটক করে পশ্চিম আগরতলা থানার হাতে তুলে দিয়েছে৷ আগামীকাল তাকে আদালতে সোপর্দ করবে পুলিশ৷ জানা গেছে, সৈকত তলাপাত্র পেশায় শিক্ষক৷ সরকারী সুকলে তিনি শিক্ষকতার চাকুরী করেন৷
এদিকে জামাল হুসেন নামে এক পুলিশ কনস্টেবলকে পুলিশ এদিন গ্রেপ্তার করেছে কৈলাসহরে৷ তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে নিয়ে কুৎসা প্রচারের অভিযোগ রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *