ভোপাল, ২১ এপ্রিল (হি.স.) : বিতর্কিত মন্তব্যের জের। মধ্যপ্রদেশের ভোপাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞার নামে নোটিস জারি করল নির্বাচন কমিশন।
শনিবার বাবরি মসজিদ ধ্বংস প্রসঙ্গে বলতে গিয়ে সাধ্বী প্রজ্ঞা বলেছিলেন, ‘রাম মন্দির আমি গড়ব। সেখানে বাবরি মসজিদ আমিই ধ্বংস করেছি। এই কাজে যোগদান করতে পেরে নিজেকে গর্বিত বলে মনে করছি। রাম মন্দির গড়া নিয়ে শীঘ্রই রূপরেখা তৈরি করা হবে। সেখানে রাম মন্দির গড়ার কাজ কেউ আটকাতে পারবে না। দেশই রাম আর রামই দেশ।’ আর এরপরেই সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে শো-কজ নোটিস জারি করে ভোপালের জেলা নির্বাচনী আধিকারিক। ২৪ ঘন্টার মধ্যে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করা নিয়ে মন্তব্যের জন্য সাধ্বী প্রজ্ঞাকে জবাবদিহি করতে হবে।
শনিবার মুম্বইয়ের প্রাক্তন এটিএস প্রধান প্রয়াত হেমন্ত কড়করের প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করার জন্য সাধ্বী প্রজ্ঞার নামে নোটিস জারি করেছিল নির্বাচন কমিশন। নির্বাচনের সময়ের আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছে সাধ্বী প্রজ্ঞা বলে মনে করছে কমিশন।