থানায় ঢুকে ধৃত যুবককে কংগ্রেস সভাপতির মারধোর, রাজ্য রাজনীতিতে নজীরবিহীন ঘটনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/ খোয়াই, ১৮ এপ্রিল ৷৷ কংগ্রেস প্রার্থী তথা নিজের বোন আক্রান্তের ঘটনায় উত্তেজিত হয়ে থানার ভেতরেই ধৃত যুবককে কষিয়ে চড় মারলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ৷ নজীরবিহীন এই ঘটনায় বেকায়দায় পড়েছে কংগ্রেস৷ কারণ, পিসিসি সভাপতির এই আচরণে রাজ্যে রাজনীতির পারদ ক্রমশ উর্দ্ধমুখী৷

বৃহস্পতিবার খোয়াই থানায় উত্তেজিত হয়ে পুলিশ অফিসারের সাথে কথা বলছেন পিসিসি সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণ৷

জানা গেছে, কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মণ খোয়াইয়ের তুলাশিখর এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন৷ সেখান থেকে ফেরার পথে রাজনগরের গোলটিলা এলাকায় তাঁর কনভয়ে হামলা চালায় আইপিএফটি সমর্থকরা৷ এমনকি প্রার্থী নিজেও লাঞ্ছিত হন বলে অভিযোগ৷ টিএসআর বাহিনীর তৎপরতায় তাঁকে সেখান থেকে খোয়াই থানায় নিয়ে যাওয়া হয়৷ সেই সময় টিএসআর বাহিনী মিন্টু দেববর্মা নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে৷ পরবর্তীতে প্রজ্ঞা দেববর্মন আইপিএফটি দলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে৷ খবর পেয়ে প্রদ্যুৎ দেববমর্ণ ছুটে যান খোয়াই থানায়৷ বোনের উপর হামলার ঘটনায় উত্তেজিত প্রদেশ কংগ্রেস সভাপতি হঠাৎই খোয়াই থানায় ঢুকে অভিযুক্তর গালে কষিয়ে চড় মারেন৷ তাতে কর্তব্যরত পুলিশ অফিসার ও পুলিশ কর্মীরা কিংকর্তব্য বিমুঢ় হয়ে পড়েন৷ থানার ভিতরেই উত্তেজনার পারদ তুঙ্গে উঠে৷ এই ঘটনা খোয়াই থানার সিসিটিভির ফুটেজে স্পষ্ট হয়ে উঠেছে৷ থানায় ঢুকে মারধোরের ঘটনায় পুলিশ স্বতপ্রনোদিত ভাবে প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে মামলা নিয়েছে৷ তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ৪৪৭/৩৫২/৩২৩/৫০৬ ধারায় মামলা রুজু করেছে৷ তবে, পুলিশ তাঁকে গ্রেপ্তার করেনি৷ প্রদেশ কংগ্রেসের সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তির পক্ষে এ ধরণের কাজকর্মে জড়িয়ে পড়ার ঘটনায় রাজ্যব্যাপী তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

খোয়াই থানায় ঢুকে নিজের হাতে আইন তুলে নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন এক যুবকের গালে চড় মারার ঘটনাকে অপ্রত্যাশিত লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন আইপিএফটি নেতা তথা বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া৷ বৃহস্পতিবার আইপিএফটির সদর কার্য্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *