লখনউ, ১৮ এপ্রিল (হি.স.): এপ্রিলের ১৬ তারিখ সমাজবাদী পার্টি (সপা)-তে যোগদান| ১৭ এপ্রিল উত্তর প্রদেশের লখনউ লোকসভা কেন্দ্র থেকে সপা-বিএসপি-আরএলডি প্রার্থী হিসেবে নাম ঘোষণা| আর ১৮ এপ্রিল লখনউ লোকসভা কেন্দ্রের সপা-বিএসপি-আরএলডি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন ‘বিহারীবাবু’-র স্ত্রী পুনম সিনহা| সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গত ১৬ এপ্রিল সমাজবাদী পার্টি (সপা)-তে যোগ দিয়েছেন সদ্য বিজেপি ত্যাগী শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা| গত মঙ্গলবার লখনউতে সপা প্রেসিডেন্ট অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবের উপস্থিতিতে সপা-তে যোগ দিয়েছেন পুনম সিনহা| এরপর ১৭ এপ্রিল লখনউ লোকসভা কেন্দ্রের সপা-বিএসপি-আরএলডি প্রার্থী হিসেবে পুনম সিনহার নাম ঘোষণা করেন অখিলেশ যাদব| এরপর বৃহস্পতিবার সকালে লখনউ লোকসভা কেন্দ্রের সপা-বিএসপি-আরএলডি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন পুনম সিনহা| এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার পর রোড শোও করেন পুনম সিনহা| সেই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্বামী তথা কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা এবং ডিম্পল যাদব|
সপ্তদশ লোকসভা নির্বাচনে লখনউ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজনাথ সিং| কিছুদিন আগেই লখনউ লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রাজনাথ সিং| এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হলেন স্বঘোষিত ধর্মগুরু আচার্য্য প্রমোদ কৃষ্ণম| এবার লখনউ লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দিলেন শত্রুঘ্ন জায়া পুনম সিনহা|