রাজ্যে বিভাজন সৃষ্টি করছে কংগ্রেস : বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল ৷৷ বিভাজনের রাজনীতি করছে কংগ্রেস৷ রবিবার সাংবাদিক সম্মেলনে পিসিসির সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মাকে এই ভাবেই বিঁধেছেন বিজেপি বিধায়ক ডাঃ দীলিপ দাস৷ পাশাপাশি বিদ্রুপ করে বলেন, কংগ্রেস স্বপ্ণ দেখছে লোকসভা নির্বাচনের পর তাঁরা এ রাজ্যে সরকার গঠন করবে৷

এদিন ডাঃ দাস বলেন, পিসিসি সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মণ এবং এআইসিসির সভাপতি রাহুল গান্ধী রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছেন৷ লোকসভা নির্বাচনের পর রাজ্যে সরকার গঠন করা দিবা স্বপ্ণ দেখছেন তাঁরা৷ ডাঃ দাসের অভিযোগ, কংগ্রেস এ রাজ্যে বিভাজনের রাজনীতি করছে৷ তাঁরা বিজেপি কর্মীদের বিভ্রান্ত করা জন্য নানা ফন্দি এঁটেছেন৷ তবে, তাঁরা অতীত অভিজ্ঞতায় পরীক্ষিত৷ তাই রাজ্যবাসী তাদের প্রত্যাখান করবেন বলে তিনি প্রত্যয় ব্যাক্ত করেছেন৷

এদিকে, রবিবার বিজেপির এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচন আধিকারীকের সাথে দেখা করেছেন৷ তিনি জানান, বিজেপি কর্মীদের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে৷ সিপিএম বিজেপি কর্মীদের আক্রান্ত করলেও একাংশ পুলিশ উল্টো বিজেপি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে৷ বিজেপি প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের কথায়, বিধানসভা নির্বাচনের আগে সিপিএম সাংসদ ঝর্ণা দাস বৈদ্য যে কায়দায় হুমকি দিয়েছিলেন একই ভাবে পিসিসি সভাপতি বিজেপি কর্মীদের দেখে নেওয়ার হুমকি দিয়েছেন৷ তাঁর দাবি, রাজ্যে উত্তেজনার সৃষ্টির জন্যই পিসিসি সভাপতি এ ধরনের আচরণ শুরু করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *