BRAKING NEWS

দলীয় কর্মীদের বেধরক পেটাল পুলিশ এসডিপিও’র বিরুদ্ধে পিএসিতে গেল বিজেপি, চানমারিতে বিজেপি কর্মীদের দ্বারা আক্রান্ত পার্টি কর্মী : পাল্টা অভিযোগ সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল ৷৷ চানমাড়িতে সিপিএমের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধোরের অভিযোগ উঠেছে৷ শুধু তাই নয়, নিউ ক্যাপিটেল কমপ্লেক্স এসডিপিও’র বিরুদ্ধেও বিজেপি কর্মীদের পেটানোর অভিযোগ তোলা হয়েছে৷ বিজেপি এসডিপিও জাস্টিন জোসেফের বিরুদ্ধে পুলিশী দায়বদ্ধতা কমিশনে নালিশ জানিয়েছে৷ এদিকে, দলীয় কর্মীদের মারধোর করা হয়েছে বলে বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগের আঙুল তুলেছে সিপিএম৷

শনিবার সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, শুক্রবারে রাতে বড়জলা বিধানসভা কেন্দ্রের অধীন চানমাড়িতে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছেন৷ শুধু তাই নয়, ঘটনাস্থলে গিয়ে পশ্চিম আসনে বিজেপি প্রার্থী প্রতীমা ভৌমিকও আক্রমণের মুখে পড়েছিলেন৷ তাঁকে বাঁচাতে গিয়ে জনৈক বিজেপি কর্মী আহত হয়েছেন৷ তাঁর দেহরক্ষীও আহত হয়েছেন৷ এছাড়া মোট ২০জন বিজেপি কর্মী গতকাল আক্রান্ত হয়েছেন৷ নবেন্দুবাবু অভিযোগ করেন, বেশ কিছু দিন ধরে সিপিএম রাজ্যের পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে৷ গতকাল রাতে তারই প্রতিফলন দেখা গেছে৷ চানমাড়িতে সাংসদ শংকর প্রসাদ দত্ত গতকাল বৈঠক করে চলে যাওয়ার পর স্থানীয় বিজেপি কর্মীদের উপর আক্রমণ শুরু করেন সিপিএম ক্যাডারা৷ তাতে বেশ কয়েকজন বিজেপি কর্মী আক্রান্ত হন৷ সঙ্গে সঙ্গে এনসিসি থানায় খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে পৌছাতে অনেকটা সময় নিয়েছে৷

নবেন্দুবাবু বিস্ময় প্রকাশ করে বলেন, নিউ ক্যাপিটেল কমপ্লেক্স এসডিপিও জাস্টিন জোসেফেড নেতৃত্বে পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী বিনা দোষে বিজেপি কর্মীদের মারধোর করেছে৷ স্থানীয় মন্ডল সভাপতি পুলিশের মারে গুরুতর আহত হয়েছেন৷ ওই সময় ওই রাস্তা দিয়ে যারাই আসছিলেন তাদেরকেই পুলিশ পিটিয়েছে৷ শুধু তাই নয়, পাঁচ জন বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে গিয়ে বেধরক মারধোর করা হয়েছে৷ তিনি জানান, এসডিপিও জাস্টিন জোসেফের বিরুদ্ধে পুলিশী দায়বদ্ধতা কমিশনে নালিশ জানানো হয়েছে৷ এছাড়াও পৃথক ভাবে তিনটি অভিযোগ জানানো হয়েছে৷ নবেন্দুবাবুর কথায়, দীর্ঘ বাম শাসনে যারা চাকরি পেয়েছেন তারা আজও দলদাশ হিসেবেই কাজ করছেন৷ তাই, বিজেপির বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে৷ সিপিএম’র ক্যাডারদের হাতে আক্রান্ত হয়ে ফের পুলিশের মার খেতে হয়েছে৷ তিনি এই সমস্ত ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন৷ পাশাপাশি, এই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন৷

এদিকে, বিজেপির বিরুদ্ধে পাল্টা সন্ত্রাসের অভিযোগ এনেছে সিপিএম৷ এক বিবৃতিতে সিপিএম সদর মহকুমা কমিটি জানিয়েছে, শুক্রবার রাতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে বামফ্রন্ট কর্মী সমর্থকদের বাড়িতে ব্যাপক আক্রমণ ও ভাঙচুর চালিয়েছে বিজেপি সমর্থিত দুষৃকতিরা৷ তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে সিপিএম অভিযোগ করেছে৷ এই ঘটনায় আগামীকাল পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করবে সিপিএম৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *