মোদীর জন্যই বাম সরকারকে ক্ষমতাচ্যুত করতে পেরেছেন রাজ্যবাসী : বিপ্লব দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল ৷৷ মোদী ত্রিপুরাবাসীর মধ্যে আত্মবিশ্বাস জাগিয়েছিলেন৷ তাই ২৫ বছরের বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়েছে৷ এই দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রদেশ সভাপতি বিপ্লবকুমার দেবের৷ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের সমর্থনে আজ সোমবার দক্ষিণ জেলার বিলোনিয়ায় এক নির্বাচনি সমাবেশে প্রদান বক্তা হিসেবে ভাষণ দিচ্ছিলেন বিপ্লব৷

সভায় বক্তব্য পেশ করতে গিয়ে বিপ্লব দেব বলেন, গতকাল প্রধানমন্ত্রীর ত্রিপুরা সফরের পর আমি অত্যন্ত খুশি৷ কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাবাসীর ভূয়সী প্রশংসা করেছেন৷ তিনি বলেছেন, ত্রিপুরা রাজ্যকে হীরা বানাবেন৷ এই কাজ এগিয়ে চলছে৷ মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ২৫ বছরে বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন ত্রিপুরাবাসী৷ কিন্তু গত বছর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে পর পর চারটি সভা করেন মোদী৷ এগুলি দক্ষিণ জেলা শান্তিরবাজার, সিপাহিজলার সোনামুড়া, ঊনকোটি জেলার কৈলাসহরে এবং রাজধানী আগরতলায়৷ ওই সভাগুলির মাধ্যমে তিনি ত্রিপুরাবাসীর মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেন এবং ত্রিপুরা থেকে ২৫ বছরের বামফ্রন্টকে উপড়ে ফেলতে সক্ষম হয়েছেন রাজ্যের জনতা৷

লোকসভা নির্বাচনের আগে আবার তিনি তাঁর রিপোর্টকার্ড হাতে নিয়ে এসেছিলেন৷ প্রতিশ্রুতি অনুযায়ী কী কী কাজ তিনি করেছেন এবং কী কী কাজ এগিয়ে চলছে তার বিষয়ে সভায় নিজেই বলেছেন প্রধানমন্ত্রী৷ তাই ত্রিপুরাবাসী এবার সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে দুটি আসন থেকে বিজেপির দুই সাংসদ প্রার্থীকে জয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দেবেন৷ মোদীর উদ্যোগের ফলেই এক বছরে ত্রিপুরার সাড়ে চার লক্ষ মানুষকে উজ্জ্বলা যোজনার মাধ্যমে রান্নার গ্যাস সংযোগ দেওয়া হয়েছে, বাড়ি বাড়ি বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে৷বিপ্লবকুমার দেব আরও বলেন, ত্রিপুরায় এবং কেন্দ্রে বিজেপি সরকার থাকলে ট্রেনের ডাবল ইঞ্জিনের গতিতে দেশ ও রাজ্যের উন্নয়ন সম্ভব৷ আজকের সমাবেশে মুখ্যমন্ত্রী ছাড়াও ভাষণ দিয়েছেন প্রদেশ যুবমোর্চার সভাপতি টিঙ্কু রায়-সহ অন্যান্য স্থানীয় বিজেপি নেতারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *