নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ আঞ্চলিক দলের চাপের রাজনীতিতে জাতীয় স্বার্থ গৌণ নয়৷ রবিবার বিতর্ক সভায় সংখ্যাগরিষ্ঠের এই অভিমত ছিল৷ অনেকে মনে করেন আঞ্চলিক দলের চাপের রাজনীতিতে গৌণ জাতীয় স্বার্থ৷

রবিবার আগরতলায় সুকান্ত একাডেমিতে আঞ্চলিক দলের চাপের রাজনীতিতে গৌণ জাতীয় স্বার্থ শীর্ষক বিতর্ক সভায় উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, প্রেস ক্লাব অব ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি গৌতম লাহিড়ি, বরিষ্ঠ সাংবাদিক জয়ন্ত ঘোষাল, এআইসিসি সদস্য প্রীতম ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ দত্ত ও বিশ্বনাথ চক্রবর্তী, আঞ্চলিক নেতা অনিমেশ দেববর্মা এবং বুদ্ধিজীবী ডাঃ অশোক সিনহা৷ এদিন, এই বিতর্ক সভা আলোচনার বিষয়টি নিয়ে পক্ষে বক্তব্য রাখেন যীষ্ণু দেববর্মন, গৌতম লাহিড়ি, অমিতাভ দত্ত ও ডাঃ অশোক সিনহা৷ বিপক্ষে বক্তব্য রাখেন প্রীতম ঘোষ, জয়ন্ত ঘোষাল, বিশ্বনাথ চক্রবর্তী ও অনিমেশ দেববর্মা৷
এদিনের বিতর্ক সভায় বক্তাদের বক্তব্যে উঠে এসেছে আঞ্চলিক দলের গুরুত্ব যেমন রয়েছে তেমনি আঞ্চলিক দল নিজেদের সীমাবদ্ধতার বাইরে ভূমিকা রাখতে ব্যর্থ৷ এআইসিসি সদস্য প্রীতম ঘোষ এদিন দাবি করেন, দেশের স্বার্থে একমাত্র জাতীয় দল সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে থাকে৷ আঞ্চলিক দলগুলি তাদের নির্দিষ্ট গন্ডির বাইরে ভাবতে পারে না৷ কিন্তু, এই বক্তব্যের তীব্র বিরোধীতা করে বরিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষাল দাবি করেন, বিভিন্ন রাজ্যের দাবী দাওয়া পূরণ না হওয়ায় আঞ্চলিক দলগুলি ওই দাবীগুলি নিয়েই সোচ্চার হয়৷ জাতীয় দলের বঞ্চনার কারণেই আঞ্চলিক দলের জন্ম হয়েছে৷ বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলি তাদের রাজ্যভিত্তিক দাবী দাওয়া নিয়ে জনসমর্থন আদায় করতে পেরেছে৷
এদিকে, আঞ্চলিক নেতা অনিমেশ দেববর্মা দাবী করেন, দেশে নেতার অভাবেই আঞ্চলিক দলগুলি তাদের দাবী দাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করে থাকে৷ তিনি বলেন, আঞ্চলিক দল কখনওই জাতীয় দলগুলির উপর চাপ সৃষ্টি করে না৷ বরং জাতীয় দল নানাভাবে আঞ্চলিক দলগুলিকে গ্রাস করার চেষ্টা করে৷ তাঁর মতে, এই কাজ সম্ভব হয় একমাত্র অর্থের জোরে৷ অনিমেশ দেববর্মার এই বক্তব্যে পাল্টা কটাক্ষ করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ তিনি বলেন, আঞ্চলিক দলের নেতারা শুধু অর্থ কেন দেখেন৷ এর বাইরেও অনেক কিছু তাদের কাছে উপস্থাপন করা হয়৷ কিন্তু, তাদের নজর শুধুই অর্থের দিকে থাকে৷
এদিন, বিতর্ক শেষে উপস্থিত দর্শকদের মতামত সংগ্রহ করা হয়৷ তাতে দেখা গিয়েছে আঞ্চলিক দলের চাপের রাজনীতিতে গৌণ জাতীয় স্বার্থ এর পক্ষে সংখ্যা গরিষ্ঠ দর্শক মত দিয়েছে৷

