কংগ্রেসকে ধ্বংস করে আবার বিজেপিতে ফিরবেন সুবল : সুনীল দেওধর

উদয়পুর (ত্রিপুরা), ৭ এপ্রিল (হি.স.) : শতাব্দি প্রাচীন সর্বভারতীয় কংগ্রেসকে ধ্বংস করে ছাড়বেন দলের কেন্দ্রীয় সভাপতি রাহুল গান্ধী, আর ত্রিপুরা প্রদেশ কংগ্রেসকে ধ্বংস করবেন সদ্য বিজেপি-ত্যাগী সপ্তদশ লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে দলীয় প্রার্থী সুবল ভৌমিক। তিনি ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে ধ্বংস করে আবার বিজেপি-তে ফিরে আসবেন। দাবি বিজেপি-র সর্বভারতীয় সম্পাদক তথা দলের ত্রিপুরার পর্যবেক্ষক সুনীল দেওধরের।


আজ উদয়পুরে বিজেপি-র উদ্যোগে আয়োজিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন সুনীল। সুনীল দেওধরের এই বক্তব্যে রাজ্যের রাজনীতিতে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে।তবে সুনীলের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী সুবল ভৌমিক। টেলিফোনে হিন্দুস্থান সমাচার-কে সুবল ভৌমিক বলেন, সব কিছুর জবাব মুখে দেওয়া যায় না। এর জবাব সাধারণ মানুষ এবার ব্যালটের মাধ্যমে দেবেন।

বিজেপি তাঁর কখনও ঘর ছিল না। দীর্ঘদিনের বাম শাসন থেকে ত্রিপুরাকে মুক্ত করতে তিনি বিজেপি-তে যোগ দিয়েছিলেন মাত্র। তবে এটা নাকি তাঁর জীবনের অন্যতম সবচেয়ে বড় এক ভুল ছিল। দীর্ঘ ৩৫ বছর কংগ্রেস দলে তিনি ছিলেন। এখন আবার ফিরে এসেছেন কংগ্রেসে। অর্থাৎ ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন, বলেন সুবল ভৌমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *