তৈদু বাজারেও সিপিএমের সভায় তান্ডব আইপিএফটির, গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল ৷৷ তৈদু বাজারে নির্বাচনী সভায় আক্রান্ত হলেন বামফ্রন্ট প্রার্থী জীতেন্দ্র চৌধুরী৷ অভিযোগ, আইপিএফটির দুর্বৃত্তরা জীতেন্দ্র চৌধুরীর সভায় আক্রমণের পাশাপাশি কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে৷ সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর দুই সদস্য নরেশ জমাতিয়া ও রতন ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরাও আক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে৷


শুক্রবার দুপুর ১টা নাগাদ অমরপুর মহকুমার তৈদু বাজারে নির্বাচনী সভা করছিলেন ত্রিপুরা পূর্ব আসনে বামফ্রন্ট প্রার্থী জীতেন্দ্র চৌধুরী৷ ওই সময় আইপিএফটির সশস্ত্র দুর্বৃত্তরা সভায় আক্রমণ সংগঠিত করেছে বলে অভিযোগ সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলীর৷ এক বিবৃতিতে সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলী জানিয়েছে, তৈদু বাজারে নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের শরিক আইপিএফটির সশস্ত্র দুর্বৃত্তরা জীতেন্দ্র চৌধুরীর উপর বেপরোয়া এবং পূর্ব পরিকল্পতি আক্রমণ সংগঠিত করেছে৷ প্রার্থীর সাথে রাজ্য সম্পাদক মন্ডলীর দুই সদস্য নরেশ জমাতিয়া, রতন ভৌমিক ও অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন৷ বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, পুলিশের উপস্থিতিতেই আইপিএফটির দুর্বৃত্তরা হিংস্র আক্রমণ সংগঠিত করেছে৷ জীতেন্দ্র চৌধুরী কোনও ক্রমে রক্ষা পেলেও আইপিএফটির দুর্বৃত্তদের আক্রমণে সিপিএম নেতা কর্মী ও সমর্থকরা আহত হয়েছেন৷ শুধু তাই নয়, আইপিএফটির দুর্বৃত্তরা সিপিএম পার্টির গাড়ি সহ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে৷


জানা গেছে, বামফ্রন্টের নির্বাচনী সভায় আইপিএফটির আক্রমণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও টিএসআর বাহিনী ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ সিপিএম এই ঘটনা মুখ্য নির্বাচন আধিকারীক, কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক, ভারতের নির্বাচন কমিশন এবং রিটার্নিং অফিসারকে জানিয়েছে৷ বিবৃতিতে সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলী অভিযোগ করেছে, নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের এবং বিরোধী রাজনৈতিক দলকে অবাধে প্রচারের প্রতিশ্রুতি দিলেও বিজেপি-আইপিএফটি বেপরোয়া ভাবে নির্বাচন কমিশনের আচরণ বিধি লঙ্ঘন করে চলেছে৷ সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলী প্রার্থীদের নিরাপত্তা জোড়দার করা এবং আক্রমণকারীদের দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার, ভোটারদের উপযুক্ত নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছে৷
তৈদুর ঘটনায় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুনীকান্তি জানিয়েছেন, গোমতী জেলা পুলিশ সুপারকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য বলা হয়েছে৷ ওই সময় বিডিও গ্রাফি করা হচ্ছিল৷ ওই বিডিও গ্রাফি খতিয়ে দেখে দোষীদের চিহ্ণিত করতে গোমতী জেলা পুলিশ সুপারকে বলা হয়েছে৷ শুধু তাই নয়, নির্বাচনে হিংসার পরিবেশ সৃষ্টি করার জন্য দোষীদের চিহ্ণিত করে কঠোর ব্যবস্থা নিতেও বলা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *