বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান সিপিআইএমএল’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ রাজ্যে লোকসভার দুটি আসনে বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছে সিপিআইএমএল৷ গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং বিজেপির পরাজয় নিশ্চিত করতে তারা প্রচারে শামিল হয়েছে৷ ভোট বিভাজন রোধ করতেই তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানান৷ সি পি আই এম এল নেতৃবৃন্দ জানান বাম ঐক্য শক্তিশালী করা সম্ভব হলে দেশ থেকে বিজেপিকে উৎখাত করা সম্ভব৷ গোটা দেশের সাথে রাজ্য বিজেপি বিরোধী বাম ঐক্য শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করল সি পি আই এম এল৷ বাম ঐক্য শক্তিশালী করা ছাড়া দেশের বিজেপি সরকারকে উৎখাত করা কষ্টকর বলেও মনে করেন সি পি আই এম এল৷

বিজেপি বিরোধী ভোট ভাগাভাগি বন্ধ করার জন্যই সি পি আই এম এল রাজ্যের দুটি লোকসভা আসনে প্রার্থী দেয়নি বলে জানান সি পি আই এম এল রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার৷ রাজ্যের দুটি আসনেই বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন৷ নেতৃবৃন্দ শুক্রবার আগরতলায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অভিমত ব্যক্ত করে বলেন, গণতন্ত্রকে ফ্যাসিবাদের কবল থেকে উদ্ধার করার জন্য বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করা খুব জরুরি৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচন দেশবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেন৷ জনগণের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন প্রত্যেকেই যেন সুচিন্তিতভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন৷ ফ্যাসিবাদের কব্জা থেকে দেশকে রক্ষা করার জন্য মতামত প্রয়োগ করতে আহ্বান জানিয়েছেন তারা৷

বিজেপিকে পরাস্ত করতে বাম এবং অন্যান্য বিরোধী দলগুলোকে জয়ী করার জন্য তারা আবেদন জানিয়েছেন৷ গত এক বছরে বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে রাজ্যে জনগণের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে বলেও তারা অভিযোগ করেন৷ এই সরকারের আমলে রাজ্যের প্রতিটি মানুষ আক্রান্ত, সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করে নেই৷ বিপন্ন গণতন্ত্র এবং নাগরিক অধিকার পুনরুদ্ধারের জন্য বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করতে আহ্বান জানান তারা৷


সাংবাদিক সম্মেলনে সি পি আই এম এল নেতৃবৃন্দ কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হোন৷ কংগ্রেস দল ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে দুদুল্যমান বলেতারা অভিযোগ করেন৷ এই রাজ্যের কংগ্রেস নেতৃত্ব বারবার দলবদল করছে বলেও অভিযোগ আনেন সিপিআইএম নেতৃবৃন্দ৷ তারা কোনদিনই বিজেপির ফ্যাসিবাদী আক্রমণের হাত থেকে রাজ্যকে রক্ষা করার জন্য রাজ্যবাসীর কাছে বিশ্বস্ত নয়৷ কংগ্রেস দল বিজেপিকে জয়ী করার জন্য সাহায্য করছে বলে অভিমত ব্যক্ত করেন নেতৃবৃন্দ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *