বিজেপি বিধায়ক দিলীপ সরকারের জীবনাবসান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী দিলীপ সরকারের জীবনাবসান হয়েছে ৷ তিনি বাধারঘাট কেন্দ্রের বিজেপি বিধায়ক ছিলেন ৷ নয়াদিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে রবিবার রাত দুটো ৩৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর ৷ দীর্ঘদিন ধরেই কিডনি এবং লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি ৷ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব ৷ প্রদেশ বিজেপিও বিধায়ক দিলীপ সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৷ দলীয় বিধায়কের প্রয়াণে আজ সারা রাজ্যে সকল বৈঠক এবং কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে প্রদেশ বিজেপি ৷

এক শোকবার্তায় বিজেপি-র ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানান, বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী বিজেপি রাজ্য কমিটির সদস্য দিলীপ সরকার রবিবার রাত দুটো ৩৭ মিনিটে দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালে প্রয়াত হয়েছেন৷ তাঁর মৃত্যুতে আমরা শোকস্তব্ধ৷ শোকবার্তায় তিনি বলেন, বিধায়ক দিলীপ সরকার নম্রতা এবং কর্মক্ষমতার মূর্ত প্রতীক ছিলেন৷ তাঁর মতো হৃদয়বান মানুষ পাওয়া খুবই দুষ্কর৷ এলাকার প্রত্যেক মানুষের সঙ্গে দলমত জাতিধর্ম নির্বিশেষে তাঁর আত্মিক সম্পর্ক ছিল৷ সকলের বিপদে তিনি এগিয়ে আসতেন৷

প্রয়াত বিধায়ক দিলীপ সরকার ১৯৫৭ সালের ৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর৷ তিনি ১৯৮৮ সালে প্রথম ত্রিপুরা বিধানসভার সদস্য মনোনীত হন৷ ১৯৯২ সালের ফেব্রুয়ারি মাসে তিনি স্থানীয় স্বায়ত্তশাসিত এবং পূর্ত দফতরের প্রতিমন্ত্রী হন৷ প্রয়াত বিধায়ক সরকার ১৯৮৮-১৯৯৮, ১৯৯৮-২০০৩, ২০১৩-২০১৮ এবং ২০১৮ সালে বিধায়ক নির্বাচিত হন৷ বিজেপি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি এবং দলীয় কর্মী ও এলাকার মানুষের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে৷ তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছে দল৷

প্রয়াত বিধায়ক দিলীপ সরকারের রাজনৈতিক জীবন শুরু হয় কংগ্রেস কর্মী হিসেবে৷ ১৯৮৮ সালে তিনি কংগ্রেসের টিকিটে নির্বাচনে দাঁড়িয়ে প্রথমবার ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হন৷ দীর্ঘ সময় কংগ্রেসের সাথে যুক্ত থাকার পর ২০১৬ সালে প্রথমে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন৷ এর পর তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন৷ ২০১৮ বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে প্রার্থী হয়ে বাধারঘাট কেন্দ্রে জয়ী হন৷

প্রয়াত বিধায়ক দিলীপ সরকার দীর্ঘদিন ধরেই কিডনি এবং লিভারের সমস্যায় ভুগছিলেন৷ সম্প্রতি তাঁকে প্রথমে কলকাতায় নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য৷ সেখানে চিকিৎসা করার কিছুদিন পর ফের তাঁকে দিল্লি এইমস-এ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷ এইমস-এর চিকিৎসায় তিনি কিছুটা সুস্থ হলেও কিছুদিন পর তাঁর স্বাস্থ্যের অবনতি হলে চেন্নাইয়ে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসার পর তিনি অনেকটা সুস্থ হয়ে আগরতলায় ফিরে আসেন৷ কিন্তু, কিছুদিন পর ফের অসুস্থ হন তিনি৷ তখন তাঁকে নয়াদিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলোতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷ তিনি ওই হাসপাতালেই প্রয়াত হন৷

বিজেপি প্রদেশ কমিটির প্রধান মুখপাত্র ডা. অশোক সিনহা সোমবার সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটে প্রয়াত বিধায়কের মরদেহ আগরতলায় আসবে ৷ এর পর তাঁর মরদেহ প্রথমে ত্রিপুরা বিধানসভায় নিয়ে যাওয়া হবে ৷ সেখানে তাঁকে শ্রদ্ধা জানানোর পর তাঁর মরদেহ রাজ্য সচিবালয়ে নিয়ে যাওয়া হবে ৷ সেখান থেকে দলের সদর কার্যালয়ে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে ৷ এখানে দলীয় কর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন ৷ এর পর তাঁর মরদেহ পৈত্রিক বাড়ি বাধারঘাটে নিয়ে যাওয়া হবে ৷ প্রয়াত বিধায়কের শেষকৃত্য তাঁর পৈত্রিক ভিটেতে সম্পন্ন হবে বলে জানান ডা. সিনহা ৷

ড় সিনহা আরও জানান, দলীয় বিধায়কের প্রয়াণে আজ সাংগঠনিক সমস্ত বৈঠক স্থগিত রাখা হয়েছে ৷ এছাড়া দলীয় পতাকা আজ অর্ধনর্মিত রাখা হয়েছে ৷ এদিকে, আজ সন্ধ্যায় সারা রাজ্যে সমস্ত মণ্ডল অফিসে স্মরণসভার আয়োজন করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *