থ্রি নট থ্রি রাইফেলের গুলিতে আত্মঘাতী এসপিও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল ৷৷ নিজের সার্ভিস রাইফেল দিয়ে আত্মঘাতী হয়েছেন গ্রামরক্ষী বাহিনীর (এসপিও) একজন জওয়ান৷ সোমবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ত্রিপুরার ধলাই জেলার আমবাসা মহকুমার অন্তর্গত সাড়ে চারমাইল এলাকায় অবস্থিত এসপিও ক্যাম্পেঊ প্রাপ্ত খবরে জানা গিয়েছে, থ্রি নট থ্রি রাইফেলের নল থুতনির নীচে লাগিয়ে গুলিবিদ্ধ হয়ে আত্মঘাতী হয়েছেন মধ্যমজয় ত্রিপুরা (৩৬) নামের জওয়ান৷ গুলি তাঁর মাথা ফুঁড়ে বেরিয়ে গেছে৷ মৃত জওয়ানের বাড়ি ধলাই জেলার কলসি রোয়াজা পাড়ায়৷

মধ্যমজয়ের সহকর্মীরা জানিয়েছেন, আজ সকালে ঘুম থেকে ওঠে কোনও কোনও জওয়ান প্রতিদিনের মতো প্রাতঃকৃত্য করছিলেন আবার কেউ কেউ ক্যাম্প পরিষ্কারের কাজে লেগে গিয়েছিলেন৷ কিন্তু, মধ্যমজয় শয্যা না ছেড়ে ব্যারাকে একা ঘুমোচ্ছিল৷ হঠাৎ তাঁরা গুলির শব্দ শুনে দৌঁড়ে ব্যারাকে গিয়ে দেখেন মধ্যমজয়ের রক্তাক্ত দেহ তার বিছানায় পড়ে রয়েছে৷ পাশেই ছিল রাইফেলটি৷ বন্দুক ও তাঁর শরীরের অবস্থা দেখে তিনি আত্মঘাতী হয়েছেন বলে সহকর্মীদের দাবি৷ তাঁরা সঙ্গ সঙ্গে ক্যাম্প কর্তৃপক্ষকে খবর দেন৷

পরবর্তীতে ক্যাম্পের পদস্থ অফিসার জেলা পুলিশ এবং আমবাসা মহকুমা পুলিশে খবর দেন৷ খবর পেয়ে ধলাই জেলার অ্যাডিশনাল পুলিশ সুপার আশিস দেবনাথ এবং এসডিপিও আশিস দাসগুপ্তের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে৷ নির্বাচনের অজুহাতে সংবাদ মাধ্যমকে সরকারি ভাবে ঘটনা সম্পর্কে কিছু জানানো হচ্ছে না৷ মধ্যমজয় ত্রিপুরার মৃত্যুর কারণ কী হতে পারে সে ব্যাপারে তাঁর সহকর্মীদের জিজ্ঞাসা করা হলে তাঁরাও ঘটনায় হতভম্ব বলে জানান৷ তবে তাঁরা জানান, গতকাল রাতে ফোনে মধ্যমজয় তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেছে৷ সে অনুযায়ী আজ তাঁর স্ত্রীকে ক্যাম্পে আসার জন্য বলেছিল৷ তিনি আসলে বাড়ির জন্য কিছু সামগ্রী কিনে দেবেন, বলেছিলেন স্ত্রীকে৷ এর মধ্যে কী হয়ে গেল তা ভেবে পাচ্ছেন না সহকর্মীরা৷ পারিবারিক কোনও সমস্যার কারণে তিনি আত্মঘাতী হলেন কিনা তা-ও তাঁরা বলতে পারছেন না৷

জানা গেছে, এই ক্যাম্পে বর্তমানে মোট পাঁচজন জওয়ান রয়েছেন৷ বাকিদের নির্বাচনের কাজে অন্যান্য জায়গায় ডিউটিতে নিয়ে যাওয়া হয়েছে৷ মৃতদেহটি পুলিশ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য৷ এভাবে জওয়ানের মৃত্যুতে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *