BRAKING NEWS

প্রধানমন্ত্রীর সফর উদয়পুরে প্রস্তুতি দেখলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ লোকসভা নির্বাচনকে ঘিরে প্রচার জোরকদমে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল৷ এরই মাঝে বিজেপির প্রচারে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আগামী ৭ এপ্রিল তিনি গোমতি জেলা সদর উদয়পুরে নির্বাচনি জনসভায় অংশ নেবেন৷ প্রদেশ বিজেপি এবার প্রধানমন্ত্রীর জনসভার জন্য গোমতি জেলায় সবচেয়ে বড় মাঠ বেছে নিয়েছে৷ উদয়পুর বালিকা বিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্স মাঠে প্রায় ২৫ হাজার লোকের জমায়েত সম্ভব বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে৷ রবিবার প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব৷

এদিন তিনি সকাল সাড়ে নয়টায় উদয়পুরে জনসভাস্থল পরিদর্শন করেন৷ তাঁর সাথে ছিলেন পর্যটন মন্ত্রী প্রাণজিৎ সিংহরায়, স্থানীয় বিধায়ক বিপ্লব ঘোষ, বিজেপি প্রদেশ যুব মোর্চার সভাপতি টিংকু রায়-সহ স্থানীয় শীর্ষ নেতৃত্ব৷ গোমতি জেলা পুলিশ সুপার এআর রেড্ডি মুখ্যমন্ত্রীকে নিরপত্তা সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি বিষয় সবিস্তারে অবগত করিয়েছেন৷

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উদয়পুরে স্থানীয় বিজেপি কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে৷ ইতিপূর্বে গোমতি জেলার পালাটানায় সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন৷ উদয়পুর শহরে এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করবেন৷

এদিন জনসভাস্থল পরিদর্শন করে মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লবকুমার দেব সন্তোষ প্রকাশ করেছেন৷ তিনি বলেন, ৭ এপ্রিল উদয়পুরে ঐতিহাসিক জমায়েত হবে৷ এই জমায়েতে মানুষের অংশগ্রহণ অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *