গরীবি নয়, বিরোধীরা গরীবদের হঠানোর বন্দোবস্ত করছেন : বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ বিরোধী মহাজোটে সবাই প্রধানমন্ত্রী হতে চাইছেন, কটাক্ষের সুরে একথা বলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বিদ্রুপ করে বলেন, বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী প্রার্থী বাছাই হয়নি৷ ফলে মানুষ কাকে ভোট দেবেন তা বুঝে উঠতে পারছেন না৷ তাঁর দাবি, দেশে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির বিকল্প নেই৷ কারণ, জনকল্যানে ঘোষিত প্রকল্পের ৮০শতাংশ কাজ সম্পূর্ণ করেছেন তিনি৷

বিপ্লব দেব শনিবার আগরতলায় প্রদেশ বিজেপি মহিলা মোর্চার জনসভায় বিরোধীদের চাচাছোঁলা ভাষায় আক্রমণ করেছেন৷ তাঁর কথায়, দেশের কল্যাণে মানুষ ভোট দেন৷ কিন্তু বিরোধীরা রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন করছেন৷ রাজনৈতিক স্বার্থে দেশকে ধবংসের দিকে নিয়ে যেতে চাইছেন৷

তাঁর কটাক্ষ, নির্বাচন এলেই বিরোধীরা দেশ থেকে গরীবি হঠানোর ডাক দেন৷ নির্বাচন শেষ হলে গরীবদের সরিয়ে দেন৷ এদিন তিনি নাম না করে কংগ্রেসকে এক হাত নিয়েছেন৷ তিনি বিদ্রুপ করে বলেন, বিরোধীরা সকলেই প্রধানমন্ত্রী হতে চাইছেন৷ তাঁদের মহাজোটে সবাই প্রধানমন্ত্রীত্বের দাবি রাখেন৷ কিন্তু, আদৌ তাঁদের সেই যোগ্যতা রয়েছে কিনা জনগন তা ভালই বোঝেন৷

বিপ্লববাবুর কথায়, মানুষকে বোকা ভাবা উচিৎ নয়৷ ত্রিপুরায় সিপিএমের সাম্রাজ্যের পতন হবে তা কেউ ঘুনাক্ষরেও টের পাননি৷ কিন্তু জনসুনামি সিপিএমকে ধবংস করে দিয়েছে৷ বিপ্লব দেব ত্রিপুরাবাসীকে এর পুরো কৃতিত্ব দিয়েছেন৷ সাথে বলেন, ত্রিপুরা থেকে দুটি লোকসভা আসন এরাজ্যের মানুষ নরেন্দ্র মোদীকে উপহার দেবেন তা তিনি বিশ্বাস করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *