BRAKING NEWS

রাজ্যের দুই আসনে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি, প্রতিদ্বন্দ্বিতায় ২৩ জন প্রার্থী ঃ সিইও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ লোকসভা নির্বাচনে ত্রিপুরায় দুই আসনে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি৷ ফলে লোকসভা নির্বাচনে দুই আসনে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ আজ এ কথা জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্তি৷


তিনি জানান, পশ্চিম আসনে ১৩ এবং পূর্ব আসনে ১০ জন প্রার্থী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ শুক্রবার ত্রিপুরা পূর্ব আসনে মনোনয়ন প্রত্যাহারের অন্তিম দিন ছিল৷ তাতে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি৷ শ্রীরাম তরণিকান্তি বলেন, দুই আসনেই মনোনয়ন প্রত্যাহারের সময় সমাপ্ত হয়েছে৷ বৃহস্পতি ও শুক্রবার পশ্চিম ও পূর্ব আসনে মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ ছিল৷
তিনি জানান, পশ্চিম আসনে বিজেপি-র প্রতিমা ভৌমিক, আইপিএফটি-র বৃষকেতু দেববর্মা, তৃণমূল কংগ্রেসের মামন খান, সিপিআইএমের শঙ্করপ্রসাদ দত্ত, কংগ্রেসের সুবল ভৌমিক, এসইউসিআই-এর অরুণকুমার ভৌমিক, টিপিপি-র ধীরেন্দ্র সিং, আমরা বাঙালি-র প্রবীর দেবনাথ এবং নির্দল প্রার্থীরা হলেন জয়কি মুড়া সিং, নারায়ণচন্দ্র দে, প্রদীপ চক্রবর্তী, ব্রজলাল দেবনাথ ও সুবল সরকার প্রতিদ্বন্দ্বিতা করবেন৷


এদিকে, পূর্ব আসনে সিপিআইএমের জিতেন্দ্র চৌধুরী, আমরা বাঙালি-র কর্ণধন চাকমা, আইপিএফটি-র নরেন্দ্রচন্দ্র দেববর্মা, বিজেপি-র রেবতিকুমার ত্রিপুরা, কংগ্রেসের রাজকুমারী প্রজ্ঞা দেববর্মা, টিএসপি-র চিত্তরঞ্জন দেববর্মা, টিপিপি-র অমর দেববর্মা এবং নির্দল প্রার্থী সুবীর জমাতিয়া, বিজয় দেববর্মা ও দীপ্তি হালাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷
মুখ্য নির্বাচন আধিকারীকের দপ্তর থেকে জানা গেছে ২৭ মার্চ পর্যন্ত রাজ্যে মোট ভোটার হচ্ছেন ২৬ লক্ষ ৫ হাজার ৩২৫ জন৷ তার মধ্যে ত্রিপুরা পশ্চিম আসনে মোট ভোটার ১৩ লক্ষ ৪৭ হাজার ৩৮১ জন৷ তাদের মধ্যে পুরুষ ৬ লক্ষ ৮২ হাজার ৪৪ জন, মহিলা ৬ লক্ষ ৬৫ হাজার ৩২৭ জন এবং তৃতীয় লিঙ্গ দশ জন৷ ত্রিপুরা পূর্ব আসনে মোট ভোটার ১২ লক্ষ ৫৭ হাজার ৯৪৪ জন৷ এর মধ্যে পুরুষ ৬ লক্ষ ৩৭ হাজার ৬৪৯ জন, মহিলা ৬ লক্ষ ২০ হাজার ২৯১ জন এবং তৃতীয় লিঙ্গ চারজন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *