উত্তরপ্রদেশে সপা-বসপা জোটে যোগ দিল নিশাদ পার্টি এবং জনবাদী পার্টি (সমাজতান্ত্রিক)

লখনউ, ২৬ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি-বহুজন সমাজ পার্টির নেতৃত্বাধীন জোটে যোগ দিল নিশাদ পার্টি এবং জনবাদী পার্টি (সমাজতান্ত্রিক)। মঙ্গলবার সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের উপস্থিতিতে যোগ দিল এই দুইটি দল।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদব বলেন, নিশাদ পার্টি এবং জনবাদী পার্টি (সমাজতান্ত্রিক) এখন থেকে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, রাষ্ট্রীয় লোকদলের জোটের অঙ্গ। নির্বাচনের সময় যখনই সমাজবাদী পার্টির কোনও সাহা্য্যের প্রয়োজন হয়, তখনই এই দুইটি রাজনৈতিক দলের এবং তাদের নেতারা পাশে এসে দাঁড়িয়েছে। তাদের সমর্থনে রাজ্যে এই জোট আরও বেশি শক্তিশালী হল।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নিশাদ পার্টির সঞ্জয় নিশাদ এবং জনবাদী পার্টি (সমাজতান্ত্রিক)-র সুপ্রিমো সঞ্জয় চৌহান। দুই নেতাই উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি-বহুজন সমাজ পার্টির নেতৃত্বাধীন মহাজোটকে সমর্থন করেছেন।

নিশাদ পার্টি এবং জনবাদী পার্টি (সমাজতান্ত্রিক) মতো দলগুলি এই জোটে যে যোগ দেবেন তার ইঙ্গিত ফেব্রুয়ারিতেই দিয়েছিলেন অখিলেশ যাদব। ২০১৮ মার্চে গোরক্ষপুর লোকসভা উপনির্বাচনে সমাজবাদী পার্টির সমর্থনে বিজেপিকে হারিয়ে জিতেছিল নিশাদ পার্টির প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *