BRAKING NEWS

জোটধর্ম নিয়ে কংগ্রেসকে কটাক্ষ কুমারস্বামীর

মাইসোর, ২৫ মার্চ (হি.স.) : জোটধর্ম নিয়ে নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। জেডি(এস) জোটধর্ম মেনে চলছে। অন্য দলেরও (কংগ্রেস) উচিত জোটধর্ম মেনে চলা বলে সোমবার জানিয়েছেন তিনি।

মান্ড্য কেন্দ্র থেকে এদিন মনোনয়ন জমা দেন কুমারস্বামীর ছেলে নিখিল কুমারস্বামী। তার আগে চামুন্ডা পাহাড়ের উপর অবস্থিত চামুন্ডেশ্বরী মন্দিরে পুজো দেন এইচ ডি কুমারস্বামী। পুজো দিয়ে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেন, মান্ড্য, হাসান, তুমকুর লোকসভা কেন্দ্র নিয়ে জোটের মধ্যে কংগ্রেস সঙ্গে মতানৈক্য দেখা গিয়েছে। জেডি(এস) জোটধর্ম মেনে চলছে। অন্য দলের উচিত জোটধর্ম মেনে চলা। কংগ্রেসের উচিত বেঙ্গালুরু উত্তর সহ আটটি লোকসভা কেন্দ্রেই জেডি(এস) প্রার্থীদের পূর্ণ ভাবে সমর্থন করা। 

রবিবারও একই দাবি করেছিলেন কুমারস্বামী। ওইদিন তিনি দাবি করেছিলেন, জেডি(এস) প্রার্থীদের সঙ্গে অসহযোগিতা করছেন কয়েক জন কংগ্রেস প্রার্থী। কিন্তু জেডি(এস) প্রার্থীদের যতই পেছন থেকে ছুরি মারা হোক। দেশের স্বার্থে কর্ণাটকে কংগ্রেসের ২০ প্রার্থীকে জেতানোর জন্য কাজ করে যাবে জেডি(এস) প্রার্থীরা। 

উল্লেখ্য, কর্ণাটকের ২৮টি লোকসভা আসনের মধ্যে জেডি(এস)-এর সঙ্গে জোট করে ২০টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে কংগ্রেস। বাকি আটটি আসনে প্রার্থী দিয়েছে জেডি(এস)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *