পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মনোনয়ন পেশ বামফ্রন্ট প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য বামফ্রন্ট প্রার্থী শকংরপ্রাসাদ দত্ত তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ মঙ্গলবার দুপুরে বামফ্রন্টের প্রার্থী সিপিআইএম-এর শংকরপ্রসাদকে নিয়ে এক মিছিলের বের হয়৷ মিছিলটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পশ্চিম জেলার জেলাশাসকের অফিসের সামনে এসে শেষ হয়৷ এর পর বামপ্রার্থী তাঁর মনোনয়নপত্র জেলাশাসক তথা লোকসভা নির্বাচনের রির্টানিং অফিসার সন্দীপ মহাত্মের হাতে তুলে দেন৷


এদিন প্রার্থীর সঙ্গে মিছিলে পা মিলিয়েছেন ত্রিপুরা রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিজন ধর-সহ সিপিআইএম এবং অন্যান্য শরিক দলের নেতা ও কর্মীরা৷ মনোনয়ন পেশ করে বাইরে এসে বামপ্রার্থী শংকরপ্রাসাদ দত্ত বলেন, কেন্দ্রে মোদীর নেতৃত্বে যে সরকার রয়েছে তারা দেশকে ধবংস করে দিচ্ছে৷ এই সরকারকে হটানোর জন্যই বামফ্রন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীদের দাঁড় করিয়েছে৷ মোদী সরকারকে উৎখাত করতে বামফ্রন্ট প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করতে দেশবাসীর কাছে আহাবান জানাচ্ছেন বলে জানান তিনি৷ প্রসঙ্গত শংকরপ্রাসাদ দত্ত বামফ্রন্টের তরফে সিপিআইএ-এর মনোনীত প্রার্থী৷ এর আগে ২০১৪ সালেও তিনি এই আসন থেকে জয়ী হয়েছিলেন এবং বর্তমানে সাংসদ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *