BRAKING NEWS

ত্রিপুরা সুন্দরীর স্টপেজকে কেন্দ্র করে ধুন্দুমার পাথারকান্দিতে, লুটপাট, ঘায়েল স্টেশন মাস্টার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ আগরতলা-দিল্লি ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের স্টপেজকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় পাথারকান্দি রেলওয়ে স্টেশনে ধুন্দুমার কাণ্ড ঘটেছে৷ এ ঘটনায় কতিপয় উত্তেজিত জনতার হাতে নিগৃহীত হয়েছেন স্টেশন মাস্টার দুর্গাপ্রসাদ শর্মা৷ তাদের হাতে তিনি ঘায়েলও হয়েছেন৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করেছে পুলিশ৷ কেবল তা-ই নয়, রেলওয়ে স্টেশনের অফিসে অনধিকার প্রবেশ করে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি লুটপাটও চলিয়েছে সংশ্লিষ্ট উত্তেজিতরা৷ এ ঘটনায় পাথারকান্দিতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

জানা গেছে, স্থানীয় একাংশের দাবির ভিত্তিতে আজ বৃহস্পতিবার থেকে আগরতলা-দিল্লি ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসের দাঁড়ানোর কথা ছিল৷ কিন্তু এদিন সন্ধ্যা পাঁচটা নাগাদ দূরপাল্লার ট্রেনটি পাথারকান্দিতে স্টপেজ না দেওয়ায় স্থানীয় বিভিন্ন যাত্রীদের মধ্যে উত্তেজনা ছড়ায়৷ ক্ষণিকের মধ্যে এই উত্তেজনা রণক্ষেত্রের রূপ ধারণ করে৷

ঘটনার পর হাসপাতালে আহত স্টেশন মাস্টার দুর্গাপ্রসাদ শর্মা জানান, স্টেশনে ট্রেন দাঁড়ানো আর না দাঁড়ানো আমাদের এক্তিয়ারে পড়ে না৷ ত্রিপুরা সুন্দরী পাথারকান্দি স্টেশনে না দাঁড়ানোয় একাংশ দুষৃকতকারী টিকিট কাউন্টারের ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে নগদ টাকা লুটপাট করেছে৷ এই কাণ্ডের সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি চেয়েছেন তিনি৷

এদিকে ঘটনার পর বারইগ্রাম জিআরপিএফ তদন্তে নেমে গোটা ঘটনার তথ্য সংগ্রহ করে ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রাথমিক রিপোর্ট দাখিল করেছে বলে জানা গেছে৷

অন্যদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে পাথারকান্দি থানার ওসি সীমান্ত বরা জানান, ঘটনার পর ধুন্দুমারের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ তিনি আরও জানান, মারপিট, ভাঙচুরের ভিডিও ফটেজ ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভায়রাল হয়ে গেছে৷ পুলিশের হাতেও এসেছে ভিডিও ফুটেজ৷ ফুটেজের বলে একটি রাজনৈতিক দলের স্থানীয় যুববাহিনীর কতিপয় সদস্যকে শনাক্ত করা হয়েছে৷ এরা বর্তমানে পলাতক৷ তবে জিআরপিএফ৷কে সঙ্গে নিয়ে শুক্রবার থেকে ঘটনার ব্যাপারে জোরদার অভিযান চালানো হবে, জানিয়েছেন ওসি সীমান্ত বরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *