BRAKING NEWS

রিয়াল মাদ্রিদে কোচ হয়ে ফিরছেন জিনেদিন জিদান

মাদ্রিদ, ১২ মার্চ (হি. স.) : নয় মাস বাদে রিয়াল মাদ্রিদে কোচ হয়ে ফিরছেন জিনেদিন জিদান। ক্লাবকে পরপর তিনটি চ্যাম্পিয়ন্স লিগ উপহার দিয়ে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়েছিলেন জিজু। এরপর জুলেন লোপেতেগি ও সান্তিয়াগো সোলারি কোচের হটসিটে বসে রিয়াল মাদ্রিদকে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেননি। সোমবার সন্ধ্যায় বোর্ড মিটিং শেষে রিয়ালের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় সোলারিকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। দায়িত্ব নেবেন জিদান। তাঁকে ২০২২ সালের জুন মাস পর্যন্ত কোচিংয়ের দায়িত্ব দিয়ে ফিরিয়ে আনা হচ্ছে।


দলের চরম দুর্দশায় কোচ হিসেবে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের প্রথম পছন্দ ছিলেন জিদানই। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, জুভেন্টাস হতে শুরু করে অনেক ক্লাবের গুঞ্জনই চলছিল তার নতুন ঠিকানা হিসেবে। কিন্তু শেষ পর্যন্ত বেশ বড় চমক দিয়ে রিয়ালেই ফিরছেন জিদান। এমনকি আগামীকাল থেকেই দলকে অনুশীলন করাবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *