মহারাষ্ট্র সচিবালয়ের বাইরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

মুম্বাই, ১১ মার্চ (হি.স.) : মহারাষ্ট্র সচিবালয়ের বাইরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। সচিবালয়ের বাইরে দাঁড়িয়ে থাকা কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা বিষয়টি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। এরপর ওই যুবককে আটক করা হয়েছে।


জানা গেছে, বিনায়ক বেদপাঠক (২৭) নামে ওই যুবক উসমানবাদের বাসিন্দা । তিনি ঋণসংক্রান্ত বিষয় নিয়ে হেনস্থার শিকার হয়। এই বিষয়ে পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশ কোনও অভিযোগ না নেওয়ায় তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। এরপর এদিন সকালে সচিবালয়ের বাইরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে ওই যুবক। বিষয়টি সচিবালয়ের বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে। তারপর তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।