উধমপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবোঝাই বাস : মৃত্যু ছ’জনের, আহত অন্ততপক্ষে ৩১

জম্মু, ২ মার্চ (হি.স.): শ্রীনগর যাওয়ার পথে জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস| শুক্রবার মধ্যরাতের ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ‘অভিশপ্ত’ ওই বাসের আরোহী ছ’জন যাত্রীর| এছাড়াও আরও ৩১ জন গুরুতর আহত হয়েছেন| শুক্রবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটেছে উধমপুর জেলার সুরিনসরের কাছে চান্দেহ গ্রামের সন্নিকটে| ভূমিধস ও প্রবল তুষারপাতের কারণে বিগত কয়েকদিন ধরেই বন্ধ ছিল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক| ট্র্যাফিক পুলিশের চোখ এড়িয়ে শুক্রবার মধ্যরাতে শ্রীনগর অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই ওই বাসটি| রাতের অন্ধকারে চান্দেহ গ্রামের সন্নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় যাত্রীবোঝাই বাসটি| খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী| ‘অভিশপ্ত’ ওই বাসের ভিতর থেকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় অন্ততপক্ষে ৩৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়| যদিও, তাঁদের মধ্যে ছ’জনের মৃত্যু হয়েছে| বাকি ৩১ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে|


জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার মধ্যরাতে উধমপুর জেলার মাজালটার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যাত্রীবোঝাই একটি বাস| দুর্ঘটনাস্থলেই মৃত্যু পাঁচজনের| গুরুতর আহত অবস্থায় ৩২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে, তাঁদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে| কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল বাসটি, তা খতিয়ে দেখা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *