পাটনা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখন্ডে সমাজবাদী পার্টির সঙ্গে জোট করলেও বিহারে সবকটি আসনে নির্বাচনীয় লড়াইয়ে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছেন মায়াবতী। সোমবার এমনই দাবি করলেন বহুজন সমাজ পার্টি নেতা লালজি মেদকর।
এদিন লালজি মেদকর বলেন, ‘চলতি সপ্তাহের শেষের দিকে রাজধানী দিল্লিতে রাজ্যের সমস্ত নেতাদের ডেকে পাঠিয়েছেন।

বেহেনজি লোকসভা নির্বাচনের জন্য বিহারের সবকটি আসনে আমাদের প্রস্তুত থাকতে বলেছে। ২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ নির্দেশিকা দেবেন তিনি।’উল্লেখ্য, বিহারে আরজেডি এবং অন্যান্য আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নিয়ে জোট করতে মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। অন্যদিকে মায়াবতী একা লড়ার সিদ্ধান্ত চূড়ান্ত করলে কংগ্রেসের ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের কৌশল ব্যর্থ হবে।ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, উত্তরাখন্ড এবং উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে জোট করেছে বহুজন সমাজ পার্টি। কংগ্রেসকে কার্যত বাইরে রেখে এই জোট বেঁধেছে তারা।