নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী৷৷ আজ এক ঐতিহাসিক দিন৷ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে আজ সারা দেশের সাথে রাজ্যের কৃষকদের কল্যাণেও নির্দিষ্ট একটি সহায়তার সূচনা হল৷ এই প্রথম দেশের কোন প্রধানমন্ত্রী কৃষকের কল্যাণে এধরণের পদক্ষেপ নিলেন৷ আজ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নং হলে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, মুখ্য সচিব এল কে গুপ্তা, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব এম এল দে প্রমুখ উপস্থিত ছিলেন৷

রাজ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, কৃষিই ভারতের অর্থনীতির মেরুদণ্ড৷ কিন্তু এর আগের কোন সরকারই কৃষি ও কৃষক কল্যাণে সুুপরিকল্পিত কোন কর্মসূচি গ্রহণ করেনি৷ তিনি আরও বলেন, এক সময় রাজ্যের কৃষকরা ক’ষির চাইতে অন্যান্য কর্মকাণ্ডে বেশি যুক্ত হয়ে পড়েছিলেন৷ বর্তমান রাজ্য সরকার চায় কৃষকরা কৃষিকাজে বেশী করে যুক্ত হোন৷ কৃষির উন্নয়ন ও কৃষকের কল্যাণ সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র৷ তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রায় সাড়ে চার লক্ষ কৃষক পরিবার উপকৃত হবেন৷ বছরে ছয় হাজার টাকা তিনটি সমান কিস্তিতে সরাসরি কৃষকদের একাউন্টে প্রদান করা হবে৷ প্রথম কিস্তির টাকা প্রদানের সময়কাল আগামী মার্চ মাস পর্যন্ত৷ ইতিমধ্যেই রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারের মধ্যে প্রথম কিস্তির টাকা পৌঁছে গেছে৷ সহায়তার পরিমাণ ১২ কোটি টাকা৷ মুখ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পে প্রতিবছর দেশের প্রায় ১২ কোটি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারের মধ্যে ৭৫ হাজার কোটি টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক একাউন্টে পৌঁছে দেওয়া হবে৷ এর ফলে কৃষকরা আগামীদিনে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করার সাহস পাবেন৷ এতে কৃষক পরিবারের যেমন উন্নতি হবে তেমনি দেশ ও রাজ্যেরও বিকাশ ঘটবে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সেই দিশাতেই কাজ করছে৷ মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার ৩৭ লক্ষ ত্রিপুরাবাসীর সরকার৷ ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল নির্বিশেষে সকলের কাছে সরকারি বিভিন্ন প্রকল্পের সুুযোগ সুুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে৷
মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর অনুষ্ঠানে সরাসরি প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানটি সম্পচার করা হয়৷ উত্তর প্রদেশের গোরক্ষপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ কিষান সম্মান নিধি প্রকল্পটির সূচনা করেন৷ তিনি ডিজিটাল পদ্ধতিতে দেশের ১ কোটি ১ লক্ষ ৬ হাজার ৮৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর ব্যাঙ্ক একাউন্টে প্রথম কিস্তির ২ হাজার টাকা বাবদ মোট ২ হাজার ২১
কোটি টাকা ট্রান্সফার করে এই প্রকল্পের সূচনা করেন৷ এই অনুষ্ঠান মঞ্চেই প্রধানমন্ত্রী ত্রিপুরার কাকড়াবন ব্লকের কেশব রায় সহ দেশের বিভিন্ন রাজ্যের নির্বাচিত কয়েকজন কৃষকের হাতে কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করেন৷ তাছাড়াও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে বিভিন্ন রাজ্যের কৃষকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথাও বলেন৷ এই অনুষ্ঠানটিও সরাসরি অনুষ্ঠানের সময় সম্পচার করা হয়৷ রাজ্যভিত্তিক অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা বোরো ধান চাষে বিশেষ সাফল্য লাভের জন্য রাজ্যের ৮টি জেলা থেকে নির্বাচিত ৮ জন কৃষককে এদিন মারক ও আর্থিক পুরস্কারও প্রদান করেন৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক’ষি ও ক’ষক কল্যাণ দপ্তরের সচিব এম এল দে এবং ধন্যবাদসূচক বক্তব্য রাখেন দপ্তরের অধিকর্তা ডঃ ডি পি সরকার৷ উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প রূপায়ণে রাজ্য বর্তমানে সারাদেশে ৮ম স্থানে অবস্থান করছে৷