নয়াদিল্লি ও কলকাতা, ২২ ফেব্রুয়ারি (হি.স.): পেট্রোল-ডিজেলের দাম দিন দিন বেড়েই চলেছে। বৃহস্পতিবারের পর শুক্রবার আরও দামি হল জ্বালানি তেল। মধ্যরাত থেকে নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাই, যথাক্রমে এই চারটি মেট্রো সিটি-সহ দেশের সমস্ত শহরে দামি হয়েছে পেট্রোল ও ডিজেল| নয়াদিল্লি, কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ে পেট্রোলের দাম বেড়েছে যথাক্রমে, ১৪ পয়সা (নয়াদিল্লি), ১৪ পয়সা (কলকাতা), ১৪ পয়সা (মুম্বই) এবং চেন্নাইয়ে পেট্রোলের দাম বেড়েছে ১৫ পয়সা| পাশাপাশি উপরোক্ত চারটি মেট্রো সিটিতে ডিজেলের দাম বেড়েছে যথাক্রমে, ১৫ পয়সা (নয়াদিল্লি), ১৫ পয়সা (কলকাতা), ১৬ পয়সা (মুম্বই) এবং চেন্নাইয়ে ডিজেলের দাম বেড়েছে ১৬ পয়সা|

শুক্রবারের মূল্যবৃদ্ধির পর নয়াদিল্লি-সহ চারটি মেট্রো সিটিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে, ৭১.২৯ টাকা প্রতি লিটার দিল্লিতে, ১৪ পয়সা বাড়ার পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হল ৭৩.৩৯, মুম্বইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৭৬.৯৩ টাকা এবং চেন্নাইয়ে পেট্রোলের নতুন দাম হল, ৭৪.০২| পাশাপাশি চারটি মেট্রো সিটিতে লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হয়েছে, ৬৬.৪৮ (নয়াদিল্লি), ৬৮.২৭ (কলকাতা), ৬৯.৬৩ (মুম্বই) এবং চেন্নাইয়ে লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭০.২৫ টাকা| গত কয়েকদিন ধরে লাগাতার বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। দুই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের।