BRAKING NEWS

যোধপুর আদালতে অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ, জেলেই থাকতে আসারাম বাপুকে

যোধপুর, ২১ ফেব্রুয়ারি (হি.স.): ফের ধাক্কা খেলেন ধর্ষণ মামলার আসামি স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু| যোধপুর আদালতে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি| বৃহস্পতিবার আসারাম বাপুর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে যোধপুরের আদালত| আর তাই জেলেই থাকতে হবে আসারাম বাপুকে| আসারামের বিরুদ্ধে, ২০১৩ সালের ১৫ আগস্ট রাতে যোধপুরের কাছে মানাই এলাকায় নিজের আশ্রমে ডেকে এনে উত্তর প্রদেশের শাহাজাহানপুরের ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণ করে স্বঘোষিত এই ধর্মগুরু| নাবালিকার অভিযোগের ভিত্তিতে সেই বছরের সেপ্টেম্বর মাসে মধ্যপ্রদেশের ইনদর থেকে আসারামকে গ্রেফতার করেছিল পুলিশ|

জঘন্য অপরাধের জন্য যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিল আসারাম বাপু| ৭৭ বছর বয়সি আসারাম বাপুর ছেলে নারাইণ সাই-ও ধর্ষণের দায়ে অভিযুক্ত| সেই থেকে রাজস্থানের যোধপুর সেন্ট্রাল জেলে বন্দী স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু| সম্প্রতি যোধপুর আদালতে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন জানিয়েছিলেন আসারাম বাপু| বৃহস্পতিবার আসারাম বাপুর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে যোধপুরের আদালত| প্রসঙ্গত, এর আগে ২০ দিনের জন্য প্যারোলের আবেদন করেছিলেন স্বঘোষিত ধর্মগুরু আসারাম বাপু| কিন্তু, গত নভেম্বর মাসে যোধপুর জেলা প্যারোল কমিটি আসারাম বাপুর ২০ দিনের প্যারোলের আবেদন খারিজ করে দিয়েছিল| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *