
মুম্বই, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : প্রয়াত হলেন বলিউড ছবির প্রযোজক রাজকুমার বরজাতিয়া । বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায় বলিউডে।
তাঁর হাত ধরেই একের পর এক সুপারহিট হিন্দি ছবি উপহার পেয়েছিলেন দর্শক ৷ তার হাত ধরেই হিন্দিতে পারিবারিক ছবির রীতি ফিরেছিল ৯-এর দশকে ৷ ‘হাম আপকে হ্যায় কন’ কিংবা ‘হাম সাথ সাথ হ্যায়’-এর মত ছবির প্রযোজনা করে তিনি বড় পর্দায় সাড়া ফেলে দিয়েছিলেন। ‘প্রেম রতন ধন পাও’ ছবিটি বানিয়ে ছিলেন তিনি। তাঁর প্রোডাকশনের নাম ছিল ‘রাজশ্রী’ প্রোডাকশন। বর্তমানে তাঁর ছেলে সূরয বরজাতিয়া ওই প্রোডাকশন হাউস চালান। এদিন সকালে ‘রাজশ্রী’ প্রোডাকশনের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। সিনেমা সমালোচক তরন আসদর্শ ট্যুইটারে লিখেছেন, ‘তাঁকে আদর করে ডাকা হত রাজ বাবু… অত্যন্ত নম্র স্বভাবের মানুষ ছিলেন।’ সঙ্গীতশিল্পী অনুপ জলোটা লিখেছেন, ‘ওনার মৃত্যুটা বিশ্বাসই করতে পারছি না।’