নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : পুলওয়ামার জঙ্গি হামলায় শহিদ হওয়া সিআরপিএফ জওয়ানদের প্রতি শোক প্রকাশ করলেন অভিনেতা ভিকি কৌশল। সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দেওয়া উচিত বলে জানিয়েছেন তিনি।জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের ফিদায়েঁ হামলায় রক্তাক্ত হয়েছে কাশ্মীর| উরির থেকেও বড় জঙ্গি হামলায় স্তব্ধ গোটা দেশবাসী| বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় আত্মঘাতী জঙ্গি হামলায় এখনও পর্যন্ত ৪২ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে| যারা জেরে গোটা দেশ শোকাহত। শোকপ্রকাশ করেছে বলিউডও। এই প্রসঙ্গে অভিনেতা ভিকি কৌশল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, জঙ্গিদের যোগ্য জবাব দেওয়া উচিত। রাষ্ট্র হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শহিদ জওয়ানদের পরিবারবর্গের পাশে দাঁড়াতে হবে আমাদের।

আর্থিক এবং মানসিক দিক দিয়ে স্বজন হারা পরিবারগুলির পাশে দাঁড়াতে হবে। আমাদের প্রার্থনা তাদের জন্য রইল।উল্লেখ্য, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলি গুড়িয়ে দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারতীয় সেনাবাহিনী। সেই ঘটনা অবলম্বে ‘উরি’ নামে একটি বলিউডি ছবিতে অভিনয় করেছেন ভিকি কৌশল। আয়ের নিরিখে ইতিমধ্যেই ছবিটি ১০০ কোটি টাকার ক্লাবে ঢুকে পড়েছে।