দশদা-কাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তি দাবি মহিলা কমিশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ গত ৯ ফেব্রুয়ারির ‘সংঘর্ষে আজও উত্তপ্ত দশদা’ সংবাদের পরিপ্রেক্ষিতে গত ১০ ফেব্রুয়ারি রাজ্য মহিলা কমিশনের পক্ষ থেকে কমিশনের সভানেত্রী বর্ণালী গোস্বামী দশদা যান। সেখানে গিয়ে পাঁচ নির্যাতিতার সঙ্গে কথা বলেন তিনি। কথা বলে নির্যাতিতাদের বক্তব্য নথিভুক্ত করেন বর্ণালী।


নির্যাতিতাদের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আজ শুক্রবার কমিশনের সভানেত্রী বর্ণালী গোস্বামী জানান, তাঁরা ব্যাঙ্কে যাওয়ার সময় কতিপয় দুষ্কৃতকারী হঠাৎ করে তাঁদের ওপর আক্রমণ করে। দুষ্কৃতীরা লাঠি নিয়ে চড়াও হয় তাঁদের ওপর। সৌভাগ্যবলে তাঁরা পালিয়ে প্রাণ রক্ষা করেন। পরবর্তী সময়ে পরিবারের লোকজন তাঁদের দশদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে নির্যাতিতাদের কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। নির্যাতিতাদের ধারণা, এদের পেছনে তৃতীয় শক্তি রয়েছে যারা চাকমা-বাঙালির মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বভাব আছে তা বিনষ্ট করে বিশৃঙ্খলতা সৃষ্টি করতে চাইছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন মহিলাদের ওপর নির্যাতনের বিরুদ্ধে ধিক্কার জানিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষী ব্যক্তিবর্গের কঠোর শাস্তি দাবি করছেন কমিশনের সভানেত্রী বর্ণালী গোস্বামী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *