অরুণাচল যাবার পথে রাজ্যের ছাত্রের সর্বস্ব লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারী৷৷ গুয়াহাটি থেকে ট্রেনে করে অরুণাচল যাওয়ার পথে চা খাইয়ে সর্বস্ব লুট করে নিয়ে গিয়েছে একটি দুসৃকতিকারীর দল৷ গত শনিবারের আগরতলা- গুয়াহাটির বিমানে উদয়পুরের ছেলে শুভজিৎ সরকার অরুণাচল যাওয়ার উদ্দেশ্যে গুয়াহাটি যায়৷ গুয়াহাটি থেকে রেলে করে অরুণাচল প্রদেশ রওয়ানা হয়৷ শুভজিৎ সেখানে পড়াশুনা করেন৷ তার বাবা শিক্ষক দেবজিৎ সরকার৷ শুভজিতের সাথে রেলে আসামের একটি ছেলে চিল৷

কয়েকটা স্টেশন যাওয়ার পর শুভজিতের কামরায় চারটি ছেলে উঠে৷ তারা শুভজিৎকে চা খাওয়ায়৷ চা খেয়েই শুভজিৎ জ্ঞান হারিয়ে ফেলে৷ তিন চার ঘন্টা পর শুভজিতের জ্ঞান ফিরলে সে দেখতে পায় ওই দুষ্ট চক্রটি তার লেপটপ, মোবাইল ও কিছু টাকা নিয়ে চম্পট দেয়৷ শুভজিৎ রেল পুলিশকে জানায়৷ পরে তাকে অন্য একটি গাড়িতে করে তার কলেজে পৌঁছানোর ব্যবস্থা করে পুলিশ৷ উদয়পুরের জগন্নাথ দীঘির পূর্ব পাড়ে শুভজিতের বাড়ি৷ পরিবারের লোকজন এই খবর পেয়ে রীতিমতো দুঃশ্চিন্তায় পড়ে গিয়েছেন৷ রেলের মধ্যে এই ধরনের লুটপাটের ঘটনা আকছাড় ঘটে চলেছে৷ অবিলম্বে রেল যাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার দাবী উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *